এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবারও দুর্নীতিতে জড়াল তৃণমূল নেতার নাম, তীব্র অস্বস্তিতে শাসক দল

আবারও দুর্নীতিতে জড়াল তৃণমূল নেতার নাম, তীব্র অস্বস্তিতে শাসক দল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ সময় ধরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়ে আসছেন দুর্নীতি বন্ধ করার কার্যত এই নিয়ে তিনি শুদ্ধিকরণের ডাকও দিয়েছিলেন এক সময়। কিন্তু এত কিছু করেও পরিস্থিতি যে মোটেই বদলায়নি, তা আরও একবার বোঝা গেল মালদার ঘটনায়। কার্যত মালদায় এবার পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তথা তৃণমূল নেতার ঘুষ নেওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। সূত্রের খবর, পুরাতন মালদার পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মাইতির স্বামী সন্তোষ মাইতি ঘুষকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অন্যদিকে সন্তোষ মাইতির ঘুষ নেওয়ার ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে ভিডিও আকারে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভাইরাল ভিডিওটি এখনো পর্যন্ত যাচাই করেনি প্রিয় বন্ধু মিডিয়া।

জানা যাচ্ছে, এই ভাইরাল ভিডিওটিতে পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী ছাড়াও বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ রাবিয়া বিবির স্বামী মুকুলেশ্বর রহমানকেও দেখা গিয়েছে। অন্যদিকে সন্তোষ মাইতি ইতিমধ্যেই এই ঘুষ কান্ডের কথা স্বীকার করে নিয়েছেন বলে খবর তবে তিনি জানিয়েছেন ঘটনাটি বহু বছর আগের। তবে এই ভিডিওটি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে। অনেকেই বলতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী গতবছর মালদায় আসার সময় গাড়ি ভাড়া বাবদ যে টাকাটি দেওয়া হয়, সেটি চাঁদা বাবদ দেওয়া হয়েছে। অর্থাৎ এটিকেই ঘুষ হিসেবে ধরে নেওয়া হচ্ছে, তা মোটেই ঠিক নয় বলে জানিয়েছেন সন্তোষ মাইতি। পাশাপাশি তিনি এই ঘটনার পেছনে গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত করেছেন। তিনি দাবি করেছেন, তৃণমূল শিবিরের বেশ কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবেই তাঁর বিরুদ্ধে অপপ্রচার করে বিতর্কের সৃষ্টি করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে গেরুয়া শিবিরের পক্ষ থেকে তীব্র কটাক্ষ করা হয়েছে। কার্যত মালদা জেলা বিজেপির সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের মধ্যে এরকম ছবি এবং ঘুষ খাওয়ার তথ্য অনুসন্ধান করলে প্রচুর পাওয়া যাবে। অন্যদিকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এই ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছেন, এটি অত্যন্ত গর্হিত কাজ। প্রশাসনের উচিত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার। সবমিলিয়ে মালদা জেলায় এই ঘুষ-কান্ড প্রকাশ্যে আসায় তীব্র অস্বস্তিতে তৃণমূল শিবির। আপাতত এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে শীর্ষ নেতৃত্ব সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!