এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > আবারও এক বড়োসড়ো পদ থেকে সরতে হলো শুভেন্দু অধিকারী কে !

আবারও এক বড়োসড়ো পদ থেকে সরতে হলো শুভেন্দু অধিকারী কে !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  নন্দীগ্রামের হেভিওয়েট বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে আবারো এক সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল ।  কিছুদিন আগেই দেখাগিয়েছিল কাঁথির  সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল 10 বোর্ডের সদস্য সম্মতিক্রমে  শুভেন্দু অধিকারীকে ।  আর মাসখানেক পার হতে না হতেই এবার মেদিনীপুরের বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য ১৪ জন বোর্ড সদস্য এক হয়ে এই  সিদ্ধান্তে একমত হয়েছেন । চলতি মাসের 6 তারিখে বোর্ডের 6 জন সদস্য  ব্যাঙ্কের সচিবের কাছে  শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসে যার জেরে একটি অনাস্থা বৈঠক ডাকা হয় ।

আর গত বৃহস্পতিবার  সর্বসম্মতিক্রমে ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হয় সুভেন্দুবাবুকে । যদিও শুভেন্দু বাবুকে বৈঠকে আসার জন্য ডাকা হলেও তিনি আসেননি বলে খবর রয়েছে । আপাতত ভাইস-চেয়ারম্যান সন্দ্বীপ কুমার ঘোষ বিদ্যাসাগর সময় ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন এমনটাই জানা গিয়েছে। তবে সুভেন্দু অধিকারিকে এই পদ থেকে সরানোর জন্য  জানানো  হয়েছে যে তিনি দীর্ঘদিন ধরে ব্যাংকে আসেনি যার ফলে ব্যাংক পরিচালনার ক্ষেত্রে সমস্যা হয়েছিল যার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!