এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আবারও এক অভিজ্ঞ তৃণমূল নেতার বাড়িতে দেখা গেল অভিষেক ব্যানার্জ্জীকে, জল্পনা তুঙ্গে

আবারও এক অভিজ্ঞ তৃণমূল নেতার বাড়িতে দেখা গেল অভিষেক ব্যানার্জ্জীকে, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে থেকেই ক্রমাগত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে গেছে সবকটি বিরোধীদল, বিশেষ করে বিজেপি। এমনকি বিধানসভার নির্বাচনকালে সিবিআইকেও হানা দিতে দেখা যায় অভিষেকের বাড়িতে। তাই নিয়ে চর্চা কম হয়নি রাজনৈতিক মহলে। কিন্তু মমতা ব্যানার্জির পাশে অভিষেক ব্যানার্জিকে একভাবে লক্ষ্য স্থির রেখে প্রচার চালাতে দেখা গিয়েছে। যার ফলস্বরূপ নির্বাচনে জয় এসেছে তৃণমূলের বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এবং সম্প্রতি তৃণমূলের জয়ের পর সাংগঠনিক দায়িত্ব তুলে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তাকে সর্বভারতীয় স্তরে সম্পাদক পদ দিয়ে। আর তারপরেই অভিষেক দলের বিশিষ্ট নেতাদের বাড়ি যাচ্ছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আগামী দিনে সর্বভারতীয় স্তরে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবেন, তাও নিশ্চিত। দায়িত্ব পাওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ইভিন্ন বর্ষীয়ান নেতাদের বাড়িতে পৌঁছে গিয়েছেন একে একে। বর্ষীয়ান নেতাদের তালিকায় রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি সহ অন্যান্যরা। আর এবার রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাড়িতে গেলেন অভিষেক। দীর্ঘ সময় তাঁর বাড়িতে ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, প্রবীণদের আশীর্বাদধন্য হতেই অভিষেক সবার বাড়ি যাচ্ছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু রাজনৈতিক মহলে যে কানাঘুষো শোনা যাচ্ছে, তা হল আগামী দিনে রাজ্যের অন্যতম বিরোধী শক্তির বিজেপিকে কোণঠাসা করার জন্য বিভিন্ন পরিকল্পনার আলোচনার জন্যই দলের অনতম অভিজ্ঞতাসম্পন্ন নেতাদের বাড়ি যাচ্ছেন অভিষেক। অন্যদিকে তৃণমূলের একাংশের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে স্বয়ংসম্পূর্ণ নেতা বলেই পরিচিত করাতে চাইছেন। তিনি শুধুমাত্র যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বলে সুযোগ পাচ্ছেন, সে মনোভাব যাতে কারোর মধ্যে না আসে সে কারণেই এই পদক্ষেপ। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য দায়িত্ব পাওয়ার পরেই জানিয়ে দিয়েছেন, তিনি দলের একজন কর্মী মাত্র। কোন সেকেন্ড-ইন-কমান্ড নন।

পাশাপাশি তৃণমূল শিবিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় স্তরে দায়িত্ব নেওয়ার পর উল্লেখযোগ্যভাবে গেরুয়া শিবিরের ভাঙন ধরিয়ে দলে ফিরে এসেছেন দীর্ঘদিনের পুরনো নেতা মুকুল রায়। সব মিলিয়ে তৃণমূলের লক্ষ্য এখন 2024 এর লোকসভা নির্বাচন। আর সেই ক্ষেত্রে নিজেদের বিস্তার করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নবীন এবং প্রবীণের ভারসাম্য বজায় রাখতে চাইছেন বলেই দাবী রাজনীতির কারবারীদের। আপাতত দেখার, আগামী দিনে তৃণমূল নবীন-প্রবীণের মিশেলে কতটা শক্তিশালী হয়ে ওঠে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!