এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > আবারও একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যু, পুরুলিয়া জেলায় শোকের ছায়া

আবারও একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যু, পুরুলিয়া জেলায় শোকের ছায়া


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এ বছরের শুরু থেকেই এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির। যার মধ্যে বেশ কয়েকজন বিশিষ্ট রাজনীতিবিদও রয়েছেন। সম্প্রতি কংগ্রেসের সোমেন মিত্রর মৃত্যু হয়েছে। গতকাল মারা গেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আর এবার মৃত্যু হল আরো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের। রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো বামপন্থী নেতা তথা প্রাক্তন বিধায়ক নটবর বাগদির। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 78 বছর।

সূত্রের খবর, নটবরবাবু বোকারোর একটি হাসপাতালে রবিবার সকালে প্রয়াত হন। পুরুলিয়া 2 নম্বর ব্লকের গ্রামের বাসিন্দা ছিলেন নটবর বাগদি। মৃত্যুকালে তিনি রেখে গেছেন তাঁর স্ত্রী এবং দুই ছেলেকে। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করতেন নটবর বাগদি। তারপর 1981 সালে তিনি সিপিএমে যোগ দিয়েছিলেন। দীর্ঘ 9 বছরের মধ্যে চারবার রঘুনাথপুর কেন্দ্র থেকে তিনি বিধায়ক হয়েছিলেন। কিন্তু 1997 সালে তাঁর বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে দলের সঙ্গে বিতর্কের সৃষ্টি হয় তাঁর।

এবং সাথে সাথেই তিনি বিধায়ক পদ এবং দল ছেড়ে দেন বলে জানা যায়। পরবর্তীতে তিনি এবং জেলার তৎকালীন সিপিএম নেতা সুবোধ চক্রবর্তীসহ বেশ কয়েকজন মিলে একটি নতুন দল গঠন করেন। যার নাম দেন গণতান্ত্রিক প্রতিবাদী মঞ্চ। পরবর্তীতে যার নাম হয় পশ্চিমবঙ্গ প্রতিবাদী মঞ্চ। কিছুদিন পরে এই প্রতিবাদী মঞ্চ গিয়ে যোগ দেয় পিডিএস এর সঙ্গে। এবং মৃত্যুর আগে পর্যন্ত তিনি পিডিএস এর রাজ্য সরকারি সভাপতির দায়িত্ব পালন করে গিয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু রাজনীতি নয়, ক্রীড়া মহলেও তাঁর খ্যাতি ছিল যথেষ্ট। দল বাদ দিয়ে মানভূম ক্রীড়া সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তার সাথেই তিনি ছিলেন দক্ষ ফুটবলারও। তিনি মানভূম ক্রীড়া সংস্থার সম্পাদক থাকাকালীন পুরুলিয়ার জুনিয়র ফুটবল একাধিকবার রাজ্য চ্যাম্পিয়ন হয়। এছাড়াও অল ইন্ডিয়া মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন হয় পুরুলিয়ায়। রবিবার বোকারো থেকে নটবর বাগদির দেহ সোজা নিয়ে যাওয়া হয় তাঁর গ্রামের বাড়িতে।

সেখানে দলমত নির্বিশেষে প্রত্যেকেই তাঁকে শ্রদ্ধা জানান বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক মহলের মতে, এহেন ব্যক্তির মৃত্যুতে পুরুলিয়া জেলার এক রাজনৈতিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। পিডিএস দলের তরফ থেকেও নটবর বাগদির মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। পিডিএস শিবিরের অনেকেই বলছেন, দল একজন একনিষ্ঠ কর্মী হারালো। আপাতত রাজনৈতিক শিবিরের সাথে সাথে নটবর বাগদির পরিবারেও নেমে এসেছে প্রবল শোকের ছায়া।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!