এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > আবারও গেরুয়া শিবিরে বড় ভাঙন, এবার বিজেপির হাত ছাড়লেন বিধায়ক ঘনিষ্ট দুই কাউন্সিলর

আবারও গেরুয়া শিবিরে বড় ভাঙন, এবার বিজেপির হাত ছাড়লেন বিধায়ক ঘনিষ্ট দুই কাউন্সিলর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকেই ক্রমাগত ভাঙনের সুর তীব্র হচ্ছে রাজ্য গেরুয়া শিবিরে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নিচুতলার বিজেপি কর্মীরা দলত্যাগ করে তৃণমূলে চলে আসছেন। পাশাপাশি মুকুল রায়ের মতো হেভিওয়েট বিজেপি নেতাও তৃণমূলে চলে এসেছেন সম্প্রতি। যথারীতি তারপর থেকেই বিজেপির ভাঙন আরও গতি পেয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে বেশ কিছু বিজেপি নেতাকে দলে নেওয়ার ব্যাপারে ব্যাপক আপত্তি জানিয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীরা।

বিভিন্ন জায়গায় পোস্টার পর্যন্ত পড়েছে দলবদলু নেতাদের বিরুদ্ধে। সম্প্রতি নোয়াপাড়া অঞ্চলে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া প্রাক্তন বিধায়ক সুনীল সিং এর ফেরার জল্পনা প্রবল হতেই তাঁর বিরুদ্ধে পোস্টার পরে। তবে সুনীল সিং না এলেও নোয়াপাড়া কেন্দ্রের প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ দুজন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। নোয়াপাড়া অঞ্চলের তৃণমূল কর্মীরা অবশ্য প্রথম থেকেই সুনীল সিং এর বিরুদ্ধে সরব তেমন হয়েছিলেন তেমনই এই দুই কাউন্সিলরের বিরুদ্ধেও সরব হয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে জানা গিয়েছে, শেষ পর্যন্ত গারুলিয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সিং এবং 21 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর পিতা গৌতম বসু নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক এবং নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসুর হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে তৃণমূলে যোগদান করেছেন। এই যোগদান পর্ব সম্পন্ন হয়েছে নোয়াপাড়া বিধানসভার আনন্দমঠ এলাকার এক রক্তদান শিবিরে। এক্ষেত্রে অবশ্য রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, গেরুয়া শিবিরের ভাঙন আক্ষরিক অর্থে তৃণমূলের ক্ষমতা বৃদ্ধি করছে।

সেক্ষেত্রে সবাইকে না নিলেও বেছে বেছে প্রবেশাধিকার পাচ্ছেন বিশেষ কিছু বিজেপি নেতারা যারা ফিরে আসতে চাইছেন তৃণমূলে। তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, যেভাবে গেরুয়া শিবিরে ভাঙন শুরু হয়েছে তা আটকাতে না পারলে রাজ্য বিজেপি বড় বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছে। এবং এই ভাঙনের অধিকাংশই যে মুকুল রায়ের অঙ্গুলীহেলনে হচ্ছে তা নিয়ে বোধহয় কোনো সন্দেহই আর রাখতে চাইছেনা রাজ্য গেরুয়া শিবিরের একাংশ।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!