এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আবারও কি রাজ্যজুড়ে উঠবে দলবদলের ঝড়? গেরুয়া শিবিরের ইঙ্গিত কিন্তু সেরকমই

আবারও কি রাজ্যজুড়ে উঠবে দলবদলের ঝড়? গেরুয়া শিবিরের ইঙ্গিত কিন্তু সেরকমই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে দলবদল। লোকসভা নির্বাচনের পরেও এরকমই দলবদলের হাওয়া এসেছিল। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, বিধানসভা নির্বাচনের আগে যেভাবে ব্যাপকহারে দলবদল চলছে, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে। ইতিমধ্যে দলবদল করে তৃণমূলের বহু পুরনো সেনা শুভেন্দু অধিকারী চলে গিয়েছেন গেরুয়া শিবিরে। আবার গেরুয়া শিবির থেকেও দলবদল করে তৃণমূলে এসেছেন সম্প্রতি বিজেপি নেতা সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা খাঁ।

তাই নিয়ে আবার চলছে ব্যাপক চাপানউতোর। দলবদল নিয়ে স্বামী স্ত্রীর সংসার এখন ভাঙনের মুখে। এই অবস্থায় জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে আসার জল্পনা শোনা যাচ্ছে। 12 ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। আর সেই উপলক্ষে থাকছে রাজ্য বিজেপি যুব মোর্চার ব্যাপক কর্মসূচি থাকছে জেলাজুড়ে। গত শনিবার মেদিনীপুরের অমিত শাহের সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারীসহ 10 জন বিধায়ক, একজন সাংসদ, একজন প্রাক্তন সাংসদ দলবদল করে গেরুয়া শিবিরে প্রবেশ করেছেন।

সে কথা মাথায় রেখেই রাজনৈতিক মহলের অনেকেই ধরে নিচ্ছেন, পরবর্তীতে জানুয়ারি মাসে অমিত শাহ রাজ্যে আসার পর আরও একদফা বিজেপিতে যোগদান হতে পারে। তবে তা নিয়ে সুস্পষ্ট কোনো ইঙ্গিত এখনো মেলেনি। তবে জল্পনা উস্কে দিয়েছেন রাজ্য বিজেপির হাওড়া, হুগলি, মেদিনীপুর জোনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা সাংসদ জ্যোতির্ময় মাহাতো। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই তৃণমূলসহ অন্যান্য রাজনৈতিক দলগুলির অনেক নেতা এবং জনপ্রতিনিধি বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁদের মধ্যে কেউ হয়তো যোগদান করতে পারেন অমিত শাহের হাত ধরে। তবে অমিত শাহের হাত ধরে যে সাধারণ কোন ব্যক্তি দলবদল করবে না সেকথা চোখ বন্ধ করেও বলা যায়। আর তাই আগামী দিনে অমিত শাহের হাত ধরে রাজ্য রাজনীতিতে কোন হেভিওয়েট নেতা দলবদল করেন সেটাই দেখার। অন্যদিকে শোনা যাচ্ছে, জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রাজ্যে আসতে পারেন। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ভোটের প্রচার হেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে অবশ্যই আসবেন।

কিন্তু জানুয়ারি মাসের দলীয় কর্মসূচিতে প্রধানমন্ত্রীর আসার কোনো খবর এখনো পর্যন্ত নেই। তবে স্বামী বিবেকানন্দের জন্মদিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সর্বভারতীয় বিজেপি নেতা অমিত শাহের রাজ্যে আসার ব্যাপারে কথা চলছে। বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনে বাংলার মসনদ দখল যেখানে গেরুয়া শিবিরের একমাত্র লক্ষ্য, সেখানে রাজ্যজুড়ে ব্যাপক দলবদলে গেরুয়া শিবির যে কয়েকদম এগিয়ে থাকছে অন্যদের থেকে, সেকথা বলাই বাহুল্য। আর এই দলবদলে গেরুয়া শিবিরের হিসাব নিকাশ কতটা কার্যকর হয় আগামী নির্বাচনে এখন সেদিকেই কৌতুহলী নজর সবার।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!