এখন পড়ছেন
হোম > জাতীয় > আবারও লক্ষের কাছাকাছি দৈনিক করোনা সংক্রমণ, উদ্বেগ তীব্র স্বাস্থ্য মন্ত্রকের

আবারও লক্ষের কাছাকাছি দৈনিক করোনা সংক্রমণ, উদ্বেগ তীব্র স্বাস্থ্য মন্ত্রকের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশজুড়ে, তীব্র ভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। প্রতিদিনই রেকর্ড ভাঙছে মোট করোনা আক্রান্তের সংখ্যার। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রামিত হলেন দেশের প্রায় ৯০ হাজার মানুষ। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে ৭০০ জনেরও বেশি মানুষের। যা কপালে ভাঁজ ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের। আবার কি জারি হবে লকডাউন? এই প্রশ্ন এখন ঘুরছে সকলের মুখে।

সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ তীব্রভাবে ছড়িয়ে পড়েছে। করোনা আক্রান্তের নিরিখে বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে আমাদের দেশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৮৯,১২৯ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে মোট ৭১৪ জন মানুষের। যা দৈনিক সংক্রমণ ও দৈনিক মৃত্যু দুটোতেই রেকর্ড চলতি বছরে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, এখনো পর্যন্ত দেশের মোট ৭ কোটি ৩০ লাখ ৫৪ হাজার ২৯৫ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত দেশে করোনার পরীক্ষা করা হয়েছে ২৪ কোটি ৬৯ লাখ ৫৯ হাজার ১৯২ জনের। করোনার দ্বিতীয় ঢেউ আসার পর থেকেই দৈনিক সংক্রমণ যেমন বাড়ছে, তেমনি তীব্রগতিতে বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যা।

গত মাসের শুরুর দিকে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১০০ থেকে ১৫০ জন। যা এখন ৭০০ অতিক্রম করেছে। যার ফলে উদ্বেগ বাড়ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে সংকটজনক। মহারাষ্ট্রে এখন রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৪৭,৯১৩ জন। গত ২৪ ঘন্টায় এই রাজ্যে করোনায় মৃত্যু ঘটেছে ৪৮১ জন মানুষের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!