এখন পড়ছেন
হোম > জাতীয় > আবারো মাক্স বাধ্যতামূলক ! নিয়ম লঙ্ঘন হলেই জরিমানা মোটা অঙ্কের !

আবারো মাক্স বাধ্যতামূলক ! নিয়ম লঙ্ঘন হলেই জরিমানা মোটা অঙ্কের !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আবারো রাজধানী শহর দিল্লিতে করোনা চোখ রাঙাচ্ছে।  রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে ,গত তিনদিন ধরে দিল্লিতে  500 অধিক করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে ।  যদিও এই মুহূর্তে শতাংশ হারে  দিল্লিতে সংক্রমণের হার 4.42 শতাংশ ,যা বর্তমানের দশের অন্য রাজ্যের তুলনায় কিছুটা হলেও বেশি বলে জানা যায় ।

রাজধানি দিল্লিতে কিছুদিন আগেই মাক্স পরিধানকে শিথিল করে দিয়েছিলো দিল্লি সরকার । তবে মাস যেতে না যেতেই করোনাগ্রাফ ঊর্দ্ধমূখী হওয়া আবারো মাক্স পরাকে মাধ্যতামূলক করে  দিল্লি সরকার । করোনা বাড়লেও যেহেতু  দিল্লিতে স্কুল , কলেজ ও অফিস এখনো পর্যন্ত বন্ধ করার সিদ্ধান্ত নেয়নি এই মুহূর্তে দিল্লি সরকার তাই ব্যক্তিগত সতর্কীরণের জন্যই মাক্স পরা বাধ্যতামুলক করে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ।

গত তিনদিন ধরে যে হারে  করোনার সংখ্যা বেড়েই চলেছে দিল্লিতে তাতে সংক্রমণের হার কে কিছুটা হলেও রুখতে এবার দিল্লির বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মাক্স পরা বাধ্যতামূলক করে দিলো সেই সঙ্গে জানানো হয়েছে যে বাড়ি থেকে বেরোলেই আগের মত প্রত্যেক কে মাক্স পরিধান করতে হবে যদি কোন ব্যক্তি অমান্য করে তাকে  500 টাকা জরিমানা  দিতে হবে বলে জানানো হয়েছে ।

সংক্রমণ ক্রমাগত যেভাবে  বেড়ে চলেছে তাই বিষয়টিকে একেবারেই হালকাভাবে নিয়ে চোখ ফিরিয়ে নেওয়ার বিষয় নয় বলে জানায় কর্তৃপক্ষ । সোমবার রাজধানীতে কোভিড আক্রান্তের সংখ্যা ছিলেন 501 জন তবে তা পরবর্তী দিন মঙ্গলবার প্রায় 26 শতাংশ বৃদ্ধি পেয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 632 জন ।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!