এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > আবারও নাড্ডার সফরকালে হামলা, ব্যাপক চাঞ্চল্য রাজ্যজুড়ে

আবারও নাড্ডার সফরকালে হামলা, ব্যাপক চাঞ্চল্য রাজ্যজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারও কেন্দ্রীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা রাজ্য উপস্থিত থাকাকালীন বিজেপি কর্মীদের ওপর হামলা হলো বলে শোনা যাচ্ছে। প্রসঙ্গত পরিবর্তন রথযাত্রার সূচনা অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছেন জেপি নাড্ডা। এদিন বীরভূম জেলায় শুরু হল রথযাত্রা। তারাপীঠে রথ যাত্রার সূচনা করেন জেপি নাড্ডা।আর এরপরেই তাঁর যাওয়ার কথা ঝাড়গ্রাম এলাকায় দলীয় সভায় যোগ দিতে। কিন্তু ঘটনা ঘটলো এরপরে। সূত্রের খবর, গেরুয়া শিবিরের বাস যখন কর্মীদের নিয়ে নাড্ডার সভায় যাবার উদ্দেশ্যে ঝিটকার জঙ্গল পেরোচ্ছে, সেসময় জঙ্গল থেকে  আচমকাই গুলি ছুটে আসে বাস লক্ষ্য করে। তবে গুলি ছোঁড়া হলেও সেই গুলির আঘাতে কেউ আহত বা হত হননি বলে জানা গেছে।

কিন্তু এই ঘটনায় স্বাভাবিকভাবেই বাসযাত্রীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। অন্যদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। প্রসঙ্গত, ঝিটকার জঙ্গল একসময় মাওবাদীদের ঘাঁটি ছিল বলে জানা যায়। কিন্তু বর্তমানে মাওবাদী সমস্যা নেই বলেই মনে করা হচ্ছে। তা সত্বেও ঝিটকার জঙ্গল থেকে এভাবে গুলি চালানোর ঘটনা কেন ঘটল, তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। যদিও গেরুয়া শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনার পেছনে অবশ্যই রাজ্যের শাসক দল তৃণমূলের ষড়যন্ত্র কাজ করছে। বলা হচ্ছে, কেন্দ্রীয় বিজেপি সভাপতির সভায় দলীয় নেতাকর্মীরা যাতে উপস্থিত না হতে পারে, তার জন্যই কর্মীদের বাসে গুলি চালানোর ঘটনা ঘটেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও দিনে দুপুরে হঠাৎ করে জঙ্গল থেকে গুলি চালানোর ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে গেরুয়া শিবিরের অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। বরং পাল্টা বলা হয়েছে, গেরুয়া শিবির শুধুমাত্র কুৎসা করার জন্য এ ধরনের অভিযোগ দায়ের করছে। এর আগেও জেপি নাড্ডার কনভয়ে হয়েছিল হামলা ডায়মন্ড হারবার যাওয়ার পথে। তাই নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সে সময়েও পরিকল্পনামাফিক তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন গেরুয়া শিবিরের নেতা নেত্রীরা। এই ঘটনার পর থেকেই অবশ্য জেপি নাড্ডার সফরকালে নিরাপত্তা বেশ আঁটোসাঁটো থাকে বলেই জানা যায়।

তবে হঠাৎ করে নাড্ডার সফরকালে এ ধরনের গুলি চালানোর ঘটনায় যথারীতি উৎকণ্ঠা প্রকাশ করেছেন গেরুয়া শিবিরের উচ্চমহল। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্য জুড়ে চলছে বিধানসভা নির্বাচনের চাপানউতোর। সে সময় কেন্দ্রীয় বিজেপি সভাপতির সফরকালে সেই এলাকায় গুলি চালানোর ঘটনা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে কথা বলতে বাকি থাকেনা। আপাতত এই নিয়ে যে বিতর্কের জল অনেকদূর গড়াবে তা নিশ্চিতভাবে বলা যায়। তবে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনার পেছনে কে বা কারা আছে তা জানা যায়নি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!