এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবারও নক্ষত্র পতন, চলে গেলেন বিশিষ্ট অভিনেতা

আবারও নক্ষত্র পতন, চলে গেলেন বিশিষ্ট অভিনেতা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ আবার এক বিশিষ্ট জনকে হারাল বাঙালি সমাজ। প্রয়াত হলেন বিখ্যাত অভিনেতা মনু মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। একাধিক চলচ্চিত্রে, সিরিয়ালে, নাটকে দক্ষতার সঙ্গে অভিনয় করে বাঙালির মনে স্থায়ী আসন লাভ করেছেন অভিনেতা মনু মুখোপাধ্যায়। রুপোলি পর্দায় হোক কিংবা নাটকের মঞ্চ, সর্বত্রই সমান দক্ষ ছিলেন তিনি। তবে, দীর্ঘ সময় ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি, সেইসঙ্গে ছিল তাঁর হৃদযন্ত্রের সমস্যা।

আজ সকাল সাড়ে ন’টা নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলার সংস্কৃতি জগতে। প্রবীণ অভিনেতা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক বার্তা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি লিখেছেন, ” প্রবীণ থিয়েটার এবং চলচ্চিত্র অভিনেতা মনু মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমরা শোকাহত। আমরা ২০১৫ সালে টেলি সম্মান পুরস্কারের আসরে তাঁকে জীবনকৃতি সম্মানে ভূষিত করেছিলাম। তাঁর পরিবার, সহকর্মী ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল। ”

প্রসঙ্গত, ১৯৩০ সালে কলকাতায় জন্ম হয়েছিল বিখ্যাত অভিনেতা মনু মুখোপাধ্যায়ের। তবে তাঁর প্রকৃত নাম ছিল সৌরেন্দ্র নাথ মুখোপাধ্যায়। কিন্তু অভিনয় জগতে তিনি মনু মুখোপাধ্যায় নামেই পরিচিত ছিলেন। ১৯৫৯ সালে রুপোলি পর্দায় তার প্রথম আগমন। সে বছর বিখ্যাত পরিচালক মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’ চলচ্চিত্র মুক্তি পেয়েছিল। এই চালচ্চিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে তাঁর প্রথম চলচ্চিত্র জগতে পদার্পন।

আপনার মতামত জানান -

তবে চলচ্চিত্র জগতে প্রবেশের বহু আগে থেকেই তিনি নাটকে অভিনয় করতেন। নাট্যাভিনয়তে যথেষ্ট রকম দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি। ‘জয় বাবা ফেলুনাথ’, ‘ গণশত্রু’, ‘সাহেব’, ‘প্রতিদান’ সহ একাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন অভিনেতা মনু মুখোপাধ্যায়। চলচ্চিত্রের সঙ্গে সঙ্গে তাঁকে ছোটপর্দার সিরিয়ালেও নিয়মিত দেখা যেত।

আবার, সুজাতা সদন, মিনার্ভা, বিশ্বনাথ মহল, রং মহল, স্টার থিয়েটারে বহু নাটকের অভিনয় করেছেন তিনি। বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায় দীর্ঘ সময় ধরে হৃদযন্ত্রের সমস্যায় কাহিল ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। আজ রবিবার সকালে দেহান্তর ঘটলো তাঁর। আজ কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে তাঁর শেষকৃত্যতে তদারকির করা হচ্ছে। প্রখ্যাত অভিনেতা মনু মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলার সংস্কৃতি জগতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!