এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আবারও ফিরে আসছে বাংলার মাটিতে বিধান পরিষদ, সমালোচনা রাজনৈতিক মহলে

আবারও ফিরে আসছে বাংলার মাটিতে বিধান পরিষদ, সমালোচনা রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে আবার ফিরে আসতে চলেছে বিধান পরিষদ। ইতিমধ্যেই বিধান পরিষদ গঠনের ব্যাপারে মন্ত্রিসভার পক্ষ থেকে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। আসলে এই বিধান পরিষদ এতদিন বিলুপ্ত অবস্থায় ছিল। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 50 বছরের বেশি সময় পরে বিধান পরিষদ আবার ফিরে আসতে চলেছে রাজ্যে। প্রসঙ্গত জানা যায়, 1969 সালে যুক্তফ্রন্টের সময় কংগ্রেসের সমর্থন নিয়ে বিধান পরিষদের অবলুপ্তি হয়েছিল।

সেসময় কংগ্রেস নেতা সিদ্ধার্থ শংকর রায় এবং আরএসপি নেতা যতীন চক্রবর্তীর ভূমিকা যথেষ্ট ছিল এই বিধান পরিষদের অবলুপ্তিতে। যদিও এই বিধান পরিষদ স্বাধীনতার পরে তৈরি হয়েছিল। এই মুহূর্তে অবশ্য উত্তর প্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, জম্মু-কাশ্মীর এবং অন্ধপ্রদেশে বিধান পরিষদ রয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভার বিধান পরিষদ বন্ধ করার প্রস্তাব প্রথম উত্থাপন করেছিলেন তৎকালীন আরএসপি নেতা যতীন চক্রবর্তী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বিধান পরিষদকে অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং ব্যয়বহুল বিলাসিতা বলে উল্লেখ করেছিলেন। সেসময় বিধানসভায় এই প্রস্তাব সমর্থন করেন কংগ্রেস নেতা সিদ্ধার্থ শংকর রায়। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য আগেও বিধান পরিষদ গঠনের চেষ্টা করা হয়েছে। কিন্তু বাম সদস্যরা বিধান পরিষদ গঠনের ব্যাপক বিরোধিতা করেন এবং এসইউসিআই তাঁদের সাথে তাল মেলায়। তবে বামেদের পাল্টা জবাবে তৃণমূল জানিয়েছিল, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের রায় তাদের সঙ্গে রয়েছে।

তাই নির্বাচনী প্রতিশ্রুতি পালনে তাঁরা দায়বদ্ধ। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেরই মতে, এই করোনা আবহে বাড়তি খরচ এবং গণতন্ত্রের পক্ষে অস্বাস্থ্যকর বলে বিবেচিত হবে এই বিধান পরিষদ। প্রসঙ্গত নির্বাচনের সময় একটি বিশেষ দলকে সমর্থনের পুরস্কার হিসাবে বিধান পরিষদে স্থান দেওয়া হয় যা গণতন্ত্রের পক্ষে চূড়ান্ত অযৌক্তিক বলে মনে করা হচ্ছে। আপাতত, বিধান পরিষদ গঠনের সবুজ সঙ্কেত পাওয়ার পর কিভাবে এই বিধান পরিষদ গঠিত হয় এবং কারা কারা বিধান পরিষদে স্থান পান, সেদিকেই এখন নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!