এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > আবারও ফিরে এল প্যারিস হামলার দগদগে স্মৃতি, তীব্র আওয়াজে কাঁপল ভালবাসার শহর

আবারও ফিরে এল প্যারিস হামলার দগদগে স্মৃতি, তীব্র আওয়াজে কাঁপল ভালবাসার শহর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত দুই দশকের ব্যবধানে সারাবিশ্বে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে। তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে হতাহতের সংখ্যা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, 2000 সালের পর থেকে সন্ত্রাসবাদীদের সাংগঠনিক সক্ষমতা বেড়েছে যেমন, তেমনই উন্নত অস্ত্র, প্রশিক্ষণ ও আর্থিক নীতিও তাঁদের শক্তিশালী হয়েছে। সন্ত্রাসবাদীদের মানচিত্র এখন গোটা বিশ্বই। তাই সন্ত্রাসী হামলা থেকে বিশ্বের কোন দেশই সম্পূর্ণ নিরাপদ নয়। ফ্রান্সের রাজধানী প্যারিস ভালোবাসার শহর বলেই পরিচিত বিশ্ববাসীর কাছে।

কিন্তু এই শহরেও সন্ত্রাসীদের তান্ডবের নজির বয়ে চলেছে কতশত মানুষ। শতাধিক মানুষের প্রাণ প্রদীপ নিভে গেছে একসময় সন্ত্রাসবাদী হামলায়। তাই আতঙ্ক এখনো তাড়া করে বেড়ায় সেখানকার অধিবাসীদের। তাই যখন বুধবার তীব্র জোড়ালো শব্দে কেঁপে উঠলো প্যারিস, মুহুর্তের মধ্যে সেই আতঙ্ক ফিরে এলো শহরবাসীর মনে। শব্দটির তীব্রতা এত বেশি ছিল, যার ফলে অনেক জায়গায় কাঁচের জানালা ভেঙে পড়েছে। ঘর ছেড়ে মুহুর্তের মধ্যে বাইরে শহরবাসী। শহরবাসীর মনে একটাই প্রশ্ন, কোথায় ঘটল আবার সন্ত্রাসবাদি হামলা?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গিয়েছে, ভারতীয় সময় বুধবার দুপুর নাগাদ বিকট শব্দে গোটা প্যারিস এবং তৎসংলগ্ন এলাকা কেঁপে ওঠে। কাছেপিঠে কোথাও জোরালো বিস্ফোরণের আশঙ্কা করতে থাকে শহরবাসীরা। ঘনঘন পুলিশের কাছে ফোন যায়। যদিও পুলিশ বিস্ফোরণের সন্দেহ উড়িয়ে দিয়েছে। তাঁদের মতে, কোথাও কোনো বিস্ফোরণ হয়নি। বরং শহরের ওপর যুদ্ধ বিমান ওড়ার ফলেই এরকম ভয়ংকর আওয়াজ হয়েছে। তবে প্যারিসের ওপর কেন যুদ্ধবিমান দেখা গেল তা নিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি পুলিশ।

বরং শহরবাসীদের কাছের তাঁরা পাল্টা আবেদন রেখেছেন, যেন জরুরী নম্বরে ফোন না করা হয়। অবশ্য এর আগেও বহু সন্ত্রাসবাদী হামলা ঘটেছে প্যারীসে। 2016 সালে এক দিনে একাধিক এলাকায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন প্যারীসে। এরপর থেকে ছোটখাটো হামলা তো হয়েই চলেছে। কখনো শার্লি এবদোর দপ্তরের সামনে ছুরি নিয়ে হামলা, কখনো আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার হুমকি- সবমিলিয়ে প্যারীসবাসীর মনে এখন ভালোবাসার সাথে সাথে ধরা পড়ে চূড়ান্ত আতঙ্ক। এই অবস্থায় নতুন করে বুধবার আবারও শহরবাসীর মনে ফিরিয়ে আনল আতঙ্কের কয়েক প্রহর। অন্যদিকে পুলিশের ব্যাখ্যায় বিস্ফোরণ হয়নি বললেও এই তীব্র শব্দের হদিস জানতে উৎসুক প্যারিসবাসী।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!