এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পঞ্চায়েত প্রধানের অপসারণ ঘিরে ব্যাপক গন্ডগোল তৃণমূলে

আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পঞ্চায়েত প্রধানের অপসারণ ঘিরে ব্যাপক গন্ডগোল তৃণমূলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দীর্ঘদিন ধরে এই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল শিবিরের অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করার নির্দেশ দিয়েছেন। কিন্তু তাতে কোন কাজ হয়নি। এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেল মালদা জেলায়। মালদার হরিশ্চন্দ্রপুরে পঞ্চায়েতের ক্ষমতা দখল নিয়ে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

কার্যত মালদার হরিশ্চন্দ্রপুরের 2 নম্বর ব্লকের পঞ্চায়েতের ক্ষমতা দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।সূত্রের খবর, মালদার হরিশ্চন্দ্রপুরের 2 নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তুলে তৃণমূলেরই 12 জন সদস্য অনাস্থা প্রস্তাব নিয়ে আসে। আজ মঙ্গলবার ওই 12 জন সদস্যকে ব্লক অফিসে ডাকা হয় সিগনেচার ভেরিফিকেশনের জন্য। আর সেখানেই শুরু হয় গন্ডগোল। সূত্রের খবর, দৌলতনগর গ্রাম পঞ্চায়েতে কুড়িটি আসন রয়েছে। দৌলতপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু গ্রাম পঞ্চায়েত প্রধান নজিবুর রহমানের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তোলে পঞ্চায়েতের একাংশ।আর তাঁরাই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে ব্লক প্রশাসনের অভিযোগ করে। মঙ্গলবার অভিযোগকারীদের স্বাক্ষর যাচাই করার দিন ছিল। সেখানেই 12 জন সদস্য পৌঁছাতেই শুরু হয়ে যায় ব্যাপক গন্ডগোল। এলাকায় বিশাল পুলিশবাহিনী উপস্থিত হয়। অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমতির সভাপতির দিকে।

জানা যাচ্ছে, পঞ্চায়েত প্রধান নজিবুর রহমান এবং হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আশরাফুল হক ও তার দলবল অভিযোগকারী 12 জনের মধ্যে 11 জনকেই বন্দুক দেখিয়ে তুলে নিয়ে গেছে। এই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে ইতিমধ্যেই বিক্ষুব্ধ তৃণমূল কর্মী সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি আয়ত্তে আনতে বিশাল পুলিশবাহিনী পৌঁছায়। সেখানেও পুলিশের সামনে দুইপক্ষের মধ্যে নতুন করে গন্ডগোল শুরু হয়। এই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাটি সামনে আসতেই তীব্র অস্বস্তি শুরু হয়েছে তৃণমূলের অন্দরেই। এই পরিস্থিতি সামাল দিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কি পদক্ষেপ গ্রহণ করে, সেটাই দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!