এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবারো রাজনৈতিক হত্যা বীরভূমের মাটিতে, তীব্র চাপানউতোর তৃণমূল ও বিজেপির

আবারো রাজনৈতিক হত্যা বীরভূমের মাটিতে, তীব্র চাপানউতোর তৃণমূল ও বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোট যত সামনে আসছে, ততই রাজ্যজুড়ে বেড়ে চলেছে রাজনৈতিক সংঘাতের ঘটনা। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবারের বিধানসভা নির্বাচন যাতে পুরোপুরি শান্তিপূর্ণ হয়, তার দিকে নজর রাখার। পাশাপাশি রাজ্যজুড়ে হিংসাত্মক কাজকর্ম বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সেই নির্দেশ যে আদতে কোন কাজ করছে না তা আবারও প্রমাণিত হলো রাজনৈতিক হত্যার ঘটনায়। আবারও উত্তপ্ত হয়ে উঠল বীরভূম। সম্প্রতি ইলামবাজারের নদীর ধার থেকে এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়েছে। আর তাই নিয়ে শুরু হয়েছে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য।

পাশাপাশি এই মৃত্যু ঘিরে শুরু হয়েছে এলাকার তৃণমূল বিজেপির চাপানউতোর। সূত্রের খবর, উদ্ধার হওয়া মৃত ব্যক্তির নাম বাপি আঁকুড়ে। জানা গেছে, মঙ্গলবার সকালে এলাকাবাসী তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে। মৃতের বাবা নির্মল আঁকুড়ে জানান, সোমবার সকালে বাপি বাড়ি থেকে এগারোটার সময় বেরিয়ে যায়। কিন্তু সময় পেরিয়ে গেলেও বাপি বাড়ি ফেরেনা। এরপর নদীর ধার থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। প্রসঙ্গত জানা গিয়েছে, বাপি আকুঁড়ে একজন বিজেপি কর্মী ছিল। স্থানীয় বিজেপির পক্ষ থেকেও দাবি করা হয়েছে, মৃত বাপি আঁকুড়ে বিজেপির একজন সক্রিয় কর্মী ছিল। বিজেপির পক্ষ থেকে অভিযোগের আঙুল তোলা হয়েছে শাসকদল তৃণমূলের দিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁদের দাবি, তৃণমূল সমর্থকরাই তাঁকে খুন করেছে। এ প্রসঙ্গে বিজেপি জেলা সহ-সভাপতি বলাই চট্টোপাধ্যায় অভিযোগ করেন, ওই এলাকায় বাপি অত্যন্ত জনপ্রিয় বিজেপি কর্মী ছিল। তাই তাঁকে খুন করে বিজেপিকে আটকানোর পরিকল্পনা করেছে তৃণমূল। অন্যদিকে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ইলামবাজারের তৃণমূল ব্লক সভাপতি শেখ তরু জানিয়েছেন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই হত্যার ঘটনা ঘটেছে। এর সাথে তৃণমূল কোনমতেই জড়িত নয়। অন্যদিকে ইলামবাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, বিধানসভা নির্বাচনের আগে বোলপুরের মাটি আরো একবার উত্তপ্ত হয়ে উঠল বিজেপি কর্মীর হত্যার ঘটনায়। এমনিতেই রাজ্য বিজেপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে রাজনৈতিক হিংসা ক্রমশ বেড়ে চলেছেরাজ্যে। সেক্ষেত্রে বারবার তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই ইলামবাজারের এই বিজেপি কর্মীর হত্যা গেরুয়া শিবিরের অভিযোগ আরও পোক্ত করবে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত এলাকাজুড়ে চলছে পুলিশি তল্লাশি। তদন্ত শুরু হয়েছে। এখন দেখার পুলিশ তদন্তের সূত্রে খুনি হিসেবে কে ধরা পড়ে!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!