এখন পড়ছেন
হোম > জাতীয় > সংসদের নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে এক ব্যক্তির গুলি,বন্দুক নিয়ে প্রবেশ

সংসদের নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে এক ব্যক্তির গুলি,বন্দুক নিয়ে প্রবেশ


ফের সংসদ চত্বরের নিরাপত্তা প্রশ্নের মুখে। বৃহস্পতিবার তাজা তিন রাউন্ড গুলি নিয়ে সংসদ চত্বরে ঢুকে পড়ে এক ব্যক্তি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও সংসদের নিরাপত্তারক্ষীরা পরবর্তীতে তাঁকে হাতেনাতে পাকড়াও করে। বারংবার সংসদ চত্বরে হামলার ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত যে নিরাপত্তা ব্যবস্থায় ফাঁকফোকর রয়ে গেছে সে কথা এদিনের ঘটনায় স্পষ্ট। সংসদে এই মুহূর্তে বাজেট অধিবেশন চলছে। আর তার মাঝেই কি করে এক ব্যক্তি পকেটে বন্দুক এবং তাজা গুলি নিয়ে সুরক্ষিত চত্বরে ঢুকে পড়তে পারল তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। অন্যদিকে এই ঘটনায় বিস্মিত দেশবাসী।

বারংবার সংসদের নিরাপত্তা বিঘ্নিত হলেও এখনো পর্যন্ত তা নিয়ে বিশেষ হেলদোল দেখা যায়নি, এ দিনের ঘটনায় তা আবারও প্রমাণিত হলো। সংসদের সুরক্ষা ব্যবস্থা যে পুরোপুরি ঠুনকো তা বোঝা গেল এই দিন। বৃহস্পতিবার সংসদ চত্বর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ একটি বন্দুক ও তিন রাউন্ড গুলি নিয়ে সে সংসদে প্রবেশ করেছিল। ওই ব্যক্তিকে সংসদের আট নম্বর গেট থেকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, সংসদ চত্বরে বারংবার নিরাপত্তা ব্যবস্থায় ফাটল দেখা দেওয়ায় প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, ধৃত ওই ব্যক্তির নাম আখতার খান। তিনি সংসদের 8 নম্বর গেট দিয়ে অস্ত্র ও গুলিসহ ধরা পড়ে। তবে কি কারণে সে সংসদে বন্দুক ও গুলি নিয়ে ঢুকেছিল সে ব্যাপারটি ধোঁয়াশাপূর্ণ। যদিও ধৃত আখতার পুলিশকে জানিয়েছে, সে বন্দুক ও কার্তুজ বাড়িতে রেখে আসতে ভুলে গিয়েছিল। যদিও পুলিশ ধৃত আখতার এর কথায় গুরুত্ব দিতে নারাজ। সে কারণে দিল্লি পুলিশ এই মুহূর্তে পুরো ব্যাপারটি তদন্ত করে দেখছে। অবশ্য জানা গেছে, ধৃত আখতার খান উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা।

সংসদ চত্বরে এই ঘটনা ঘটার ফলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় রাজনৈতিক মহলের প্রশ্ন, যেখানে সংসদে এত হাইপ্রোফাইল লোকেরা উপস্থিত রয়েছেন, সেখানে কিভাবে একজন সাধারণ ব্যক্তি গুলি ও বন্দুক নিয়ে সংসদের আট নম্বর গেট অব্দি প্রবেশ করতে পারলো? অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সংসদের নিরাপত্তা ব্যবস্থায় যে বড়সড় ফাটল রয়েছে তা এদিনের ঘটনায় স্পষ্ট। কোন রকম দুর্ঘটনা ঘটে গেলে সে দায়িত্ব কে নেবে? তাই এই মুহূর্তে দেশের প্রশাসনের উচিত সংসদের নিরাপত্তা বাড়ানো। আপাতত পুরো পরিস্থিতি তদন্ত করে দেখছে দিল্লি পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!