এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আবারও শারীরিক অবনতি বাম নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর, উদ্বিগ্ন মেডিক্যাল টিম

আবারও শারীরিক অবনতি বাম নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর, উদ্বিগ্ন মেডিক্যাল টিম


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্ষীয়ান বাম নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আবারও অসুস্থ হয়ে পড়েছেন। কিছুদিন আগেই তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। একই সাথে তাঁর স্ত্রীও করোনা আক্রান্ত হয়েছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যকে করোনা পরিস্থিতিতে বাড়িতে রেখেই চিকিৎসা করা হলেও তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যকে হাসপাতালে দেওয়া হয়। সে সময় অবশ্য বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে যেতে অস্বীকার করেন। কিন্তু সোমবার রাতে তাঁর শারীরিক পরিস্থিতি ক্রমশঃ তলানিতে যেতে থাকে। হঠাতই তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। একসময় অক্সিজেন নেমে যায় 85 র নীচে। তারপরেই বুদ্ধদেব ভট্টাচার্যকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি এই মুহূর্তে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গিয়েছে। হাসপাতালে আসার পর দেখা যায়, তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা আরও কমে গিয়ে 82 তে পৌঁছে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে তিন লিটার অক্সিজেন দেওয়া হয়। এরপর তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল হয় বলে জানা গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁর শরীরে এই মুহূর্তে অক্সিজেনের মাত্রা 92। তবে তাঁর ফুসফুসে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। ইতিমধ্যে জানা গিয়েছে, তাঁর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড তৈরি হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যকে সিটিস্ক্যান সহ বেশকিছু রক্ত পরীক্ষা করানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ছয় সদস্যের মেডিক্যাল টিম জানিয়েছে, সমস্ত পরীক্ষার রিপোর্ট না আসলে বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক পরিস্থিতি কিরকম আছে তা বলা সম্ভব নয়। চিকিৎসকরা জানিয়েছেন, রক্তে হঠাৎ করেই অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় যাবতীয় সমস্যার শুরু। প্রসঙ্গত, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর সিওপিডির সমস্যা রয়েছে। এই সমস্যা বাড়লে শরীরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়তে শুরু করে। তবে বুদ্ধদেব ভট্টাচার্যের হঠাৎ করে শারীরিক অবনতির কারণ নিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হয়েছে। একইসাথে চলছে অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড।

কিন্তু চিকিৎসকরা ব্ল্যাক ফাঙ্গাস নিয়েও চিন্তা করছেন। প্রসঙ্গত জানা যায়, করোনা চিকিৎসায় স্টেরয়েড ব্যবহার হলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ দেখা যাচ্ছে। সুতরাং বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অন্য কোনো সংক্রমণ হয়েছে কিনা সেদিকেও নজর রাখা হচ্ছে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে বুদ্ধদেব ভট্টাচার্য যথেষ্ট দুর্বল। এই অবস্থায় শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া খুব একটা ভালো খবর নয়। এই পরিস্থিতিতে তাঁর শারীরিক গতিবিধি নজরে রাখছে মেডিকেল বোর্ড। পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছে ওয়াকিবহাল মহলও। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দলের কর্মীরাও যথেষ্ট উদ্বিগ্ন বলে জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!