এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবার ত্রাতার ভূমিকায় সোনু সুদ, ব্র্যান্ডেড স্পোর্স সু দিয়ে অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন দেখা এক দরিদ্র খেলোয়াড়ের পাশে দাঁড়ালেন।

আবার ত্রাতার ভূমিকায় সোনু সুদ, ব্র্যান্ডেড স্পোর্স সু দিয়ে অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন দেখা এক দরিদ্র খেলোয়াড়ের পাশে দাঁড়ালেন।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বলিউডের অভিনেতা সনু সুদকে অনেকেই ভগবানের দূত হিসেবে মনে করে থাকেন। কারণ জনগণের প্রতি তাঁর ঐকান্তিক ভালোবাসা ও সেবা তাঁকে ঈশ্বরতুল্য পদমর্যাদা দান করেছে। কত মানুষকে যে তিনি সাহায্য করেছেন, তার বুঝি শেষ নেই। বন্যায় বলদ হারা কৃষককে দিয়েছেন বলদ, অসুস্থ কৃষকের কন্যাকে অত্যন্ত কষ্ট করে চাষাবাদ করতে দেখে, তাকে দিয়েছিলেন ট্রাক্টর। দরিদ্র মেধাবী ছাত্রীকে বইপত্র অন্যান্য শিক্ষা সামগ্রী দিয়ে পড়াশোনায় সাহায্য করেছিলেন, গৃহহারা বিধবা মাকে দিয়েছেন গৃহ। এবার অলিম্পিকের প্রস্তুতি নেওয়া এক দরিদ্র খেলোয়ারের পাশে দাঁড়ালেন অভিনেতা সনু সুদ।

রাজস্থানের জয়পুর নিবাসী একজন খেলোয়ার হলেন মনোজ জাঙ্গির। খেলোয়াড় হিসেবে তার পারফরম্যান্স যথেষ্ট ভালো। দেশের হয়ে অলিম্পিকে স্বর্ণ জয়ের স্বপ্ন তার চোখে। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে হাড়হাভাতের গ্লানি। অভাবের তাড়নায় দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করাটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে তার কাছে। যার পেটের ভাত যোগানোর সামর্থ্য নেই সেই পরিবারের সন্তানএর অলিম্পিকের ময়দানে যোগদান করাটা এক হিসেবে যেন বিলাসিতা থাকে তবুও ছাড়বার পাত্র নন মনোজ জাঙ্গির।

অভাব-অনটনকে হাসিমুখে স্বীকার করেই কোন রকমে চলে খেলার প্রশিক্ষণ। দেশ-বিদেশের নামজাদা খেলোয়াড়দের পেছনে ফেলে এগিয়ে যাবার স্বপ্ন দেখেন তিনি। তবে দৌড়ানোর জন্য তো একটা ভালো জুতো চাই, কিন্তু অর্থভাবে ভালো একটা ব্র্যান্ডেড স্পোর্স সু কেনা তার পক্ষে কার্যত স্বপ্ন তার কাছে। তাই বন্ধুর জুতো ধার করেই চলে তার প্রশিক্ষণ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার মনোজ জাঙ্গীর এর সমস্ত কৃচ্ছসাধন থাই পেয়েছে সংবাদপত্রের পাতায়। সংবাদপত্রের শিরোনামে জ্বলজ্বল করছে তার সংগ্রামের কথা। তাই দ্বিধা দ্বন্দ্ব ভুলে এবার নিজের জন্য একজোড়া ব্র্যান্ডেড স্পোর্স সু চেয়ে শেষ পর্যন্ত করলেন তিনি টুইট করে দিলেন সোনু সুদকে। তাঁর এই টুইট দেখামাত্রই তৎক্ষণাৎ তার জবাব দিলেন অভিনেতা। শুধু তাই নয় ঠিকানায় দামি ব্র্যান্ডেড স্পোর্স সু পাঠানোর ব্যবস্থা পর্যন্ত করলেন তিনি।

অভিনেতা সোনু সুদ লকডাউন এর কাজ হারানো পরিযায়ী শ্রমিক, সেইসঙ্গে অর্থ জনসাধারণের দুঃখ দুর্দশা অনুভব করে তাদের দুঃখ-দুর্দশা নিয়ে তিনি লিখেছেন একটি বই। তাঁকে বায়োপিক করার বিভিন্ন জায়গা থেকে অনুরোধও এসেছে। কিন্তু সর্বদাই তিনি মানব সেবায় নিয়োজিত রেখেছেন। মানবসেবাই যেন তার প্রধান কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। অল্প কিছুদিন আগেই এক কৃষক পরিবারের মেধাবী কন্যা, যার সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার স্বপ্ন। কিন্তু অর্থাভাবে বই কিনতে পারছেন না ।অভিনেতার কাছে টুইট করে সাহায্য সাহায্য চাইবার সঙ্গে সঙ্গে তার জবাব পেলেন। সেই সঙ্গে অতি শীঘ্র সিভিল সার্ভিস পরীক্ষার সমস্ত রকম বইপত্র তাকে পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সোনু সুদ। এসব কারণেই তাকে ভগবানের দূত বলে থাকেন অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!