এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবারও তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূম, তীব্র উত্তেজনা এলাকায়

আবারও তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূম, তীব্র উত্তেজনা এলাকায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির রথযাত্রা। সম্প্রতি রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন রথযাত্রার। কিন্তু এই রথযাত্রা ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু রাজনৈতিক অশান্তির খবর পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচন যত কাছে আসছে, ততই বেড়ে চলেছে রাজ্যজুড়ে রাজনৈতিক সংঘর্ষ। আর এই সংঘর্ষের পেছনে মূলত তৃণমূল-বিজেপির জড়িত থাকার খবর আসছে। কিছুদিন আগেই নির্বাচন কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যজুড়ে যাতে কোনরকম হিংসাত্মক ঘটনা না ঘটে। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ ক্রমাগত প্রহসনে পরিণত হচ্ছে বলে মত রাজনৈতিক মহলের অনেকেরই।

আর এবার বিজেপির পরিবর্তন রথযাত্রা ঘিরে তৃণমূল, বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূম। সূত্রের খবর, এই সংঘর্ষের ঘটনায় দুই পক্ষেরই পাঁচজন আহত হয়েছেন। বোলপুর মহকুমা হাসপাতালে তাঁদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, শুক্রবার রাতে বিজেপির পরিবর্তন যাত্রা ইলামবাজারে এসে পৌঁছায়। সেখানে বিজেপি রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় সভা করেন। এই সভায় উপস্থিত ছিলেন ইলামবাজারের নানাসোল পঞ্চায়েতের খাদিমপুকুরের বেশকিছু বিজেপি কর্মী, সমর্থক। আহত এক বিজেপি কর্মী জানিয়েছেন, ইলামবাজারে সভার শেষে তারা যখন গ্রামে ফিরছিলেন, সে সময় তৃণমূল পার্টি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় তাঁদের ওপর লাঠি, বাঁশ ইত্যাদি নিয়ে আক্রমণ করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যথারীতি এই ঘটনা ঘিরে এলাকা জুড়ে চলছে তীব্র উত্তেজনা। পাশাপাশি গেরুয়া শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তৃণমূল সমর্থকরা বিজেপি সমর্থক শেখ মুজিবর এবং শেখ দিকাইয়ের বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালায়। অন্যদিকে আহত তৃণমূল কর্মী শেখ জালালউদ্দিন অভিযোগ জানিয়েছেন, পরিবর্তন যাত্রা শেষে বিজেপি কর্মীরা গ্রামে ফিরে তৃণমূল কার্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় বসে থাকা কর্মীদের উদ্দেশ্যে কটুক্তি করে। সেসময় প্রতিবাদ করলে পাল্টা জোটে চরম মারধর। গেরুয়া শিবিরের কর্মীদের হামলায় জখম হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। এ প্রসঙ্গে তৃণমূলের ইলামবাজার ব্লক সভাপতি শেখ তরু জানিয়েছেন, পরিকল্পনামাফিক এই হামলা হয়েছে।

পাশাপাশি বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন, বিজেপি কর্মীরা বর্তমানে দলীয় সভায় গেলেই তাঁদেরকে ভয় দেখানো হচ্ছে, মারধর করা হচ্ছে। ইলামবাজারেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বলে তিনি দাবি করেন। অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তদের খোঁজে পুলিশি তল্লাশি শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে ধরা যায়নি। তবে এলাকায় নতুন করে আর কোনো অশান্তি যাতে নাহয়, তার জন্য রয়েছে পুলিশি প্রহরা। পরিস্থিতির ওপর নজর রাখছে ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!