এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবারও তৃণমূল চাপের মুখে, এবার রাজ্যের আরেক তৃণমূল মন্ত্রীর দল ছাড়ার ইঙ্গিত প্রকাশ্যে

আবারও তৃণমূল চাপের মুখে, এবার রাজ্যের আরেক তৃণমূল মন্ত্রীর দল ছাড়ার ইঙ্গিত প্রকাশ্যে

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্যজুড়ে দেখা যাচ্ছে বেড়ে গিয়েছে দলবদলের রাজনীতি। অবশ্য রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, দল বদলের রাজনীতি বরাবরই ছিল বাংলায়। তবে 2019 এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে কিছুটা বেড়ে গিয়েছিল এই দলবদল। এবার আবার একুশের বিধানসভা নির্বাচন কাছে আসতেই রাজনৈতিক দলবদল গতি পেয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এতদিন পর্যন্ত দলবদল হতো তবে সেক্ষেত্রে কোন পোস্টার পড়তোনা। কিন্তু শুভেন্দু অধিকারীর দল বদলের সঙ্গে সঙ্গেই কিন্তু এই পোস্টার রাজনীতি ঢুকে পড়েছে বাংলায়।

শুভেন্দু অধিকারীর দল বদলের ইংগিত পাওয়ামাত্রই রাজ্যে ছেয়ে গিয়েছিল দাদার অনুগামীদের পোস্টারে। কিন্তু এবার আরও একবার দলবদলের ইংগিত দিয়ে পোস্টার পড়েছে তৃণমূল নেতার নামে। এর আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে সুনীল মণ্ডলকে নিয়ে পোস্টার দেখা গিয়েছে। এমনকি শুভেন্দু অধিকারীর পোষ্টারে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মুখও দেখা গিয়েছে। সুনীল মণ্ডল বিজেপিতে যোগ দিলেও রাজীব বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলেই রয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এবার পোস্টারে উঠে এসেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মঙ্গলকোট অঞ্চলের তৃণমূল নেতা সিদ্দিকুল্লা চৌধুরীর নাম। এক্ষেত্রে পোস্টারে কোন রাখঢাক না করেই বলা হয়েছে এই পোস্টার মঙ্গলকোট অঞ্চলের কংগ্রেস শিবির থেকে দেওয়া হয়েছে। পোস্টারে লেখা রয়েছে অধীর চৌধুরী এবং সিদ্দিকুল্লা চৌধুরীকে একসঙ্গে দেখার আবেদন। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই সিদ্দিকুল্লা চৌধুরীর সঙ্গে তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে ব্যাপক চাপানউতোর দেখা গিয়েছে।

এমনকি সিদ্দিকুল্লা চৌধুরী অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন। অন্যদিকে এই পোস্টার প্রসঙ্গে তৃণমূল মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী কিন্তু দলের একাংশকেই দায়ী করেছেন। তবে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের সঙ্গে সংঘাতের কারণে নাকি সত্যিই কংগ্রেস এই মুহূর্তে সিদ্দিকুল্লা চৌধুরীকে পাশে চাইছে তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর রাজনৈতিক মহলে। খুব স্বাভাবিকভাবেই অনুব্রত গড়ে সিদ্দিকুল্লা চৌধুরীর পোস্টার পড়ায় চাপে পড়তে চলেছে তৃণমূল বলে মনে করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!