এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবারও তৃণমূলে বেসুরো আওয়াজ, ভাঙনের ধ্বনি কি তীব্র হচ্ছে? ব্যাপক জল্পনা

আবারও তৃণমূলে বেসুরো আওয়াজ, ভাঙনের ধ্বনি কি তীব্র হচ্ছে? ব্যাপক জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল শিবিরের ভাঙন যেন আর শেষ হবার নয়। বর্তমান রাজনৈতিক মহাযুদ্ধের প্রেক্ষাপটে অনবরত হয়ে চলেছে দলবদল। আর এই দলবদলের রেশ ধরে তৃণমূল শিবিরকে প্রায় কোণঠাসা করে দিয়েছে গেরুয়া শিবির বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। হাওড়া জেলার নাম কিন্তু দলবদলের ক্ষেত্রে ইতিমধ্যেই উল্লেখযোগ্যভাবে শীর্ষে এসেছে। হাওড়া জেলা থেকে প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় দল ভেঙে চলে গিয়েছেন গেরুয়া শিবিরে।

পাশাপাশি হাওড়া জেলার অন্যান্য বেশ কয়েকজন বিধায়ক, ছোট বড় নেতারাও বিজেপিতে যোগ দিয়েছেন। এবার আরও এক বিধায়কের পালা। জানা গিয়েছে, সম্প্রতি ঘাসফুল শিবিরের হাওড়া সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন দলের প্রতি। এবং অভিযোগ করেছেন, তাঁকে দলের যে কোনো কর্মসূচিতে বাদ দেওয়া হয়। তবে এই অভিযোগের তীর মূলত হাওড়া তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়ের দিকেই বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও দল ভাঙার অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। হাওড়া জেলায় গোষ্ঠীদ্বন্দ নতুন কিছু নয়। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে হাওড়া তৃণমূলে ভাঙন বলে মনে করেন দলেরই একাংশ। অন্যদিকে বিধায়ক শীতল সর্দারের এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন হাওড়া তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়। এরকম কিছুই হয়নি বলে দাবী তাঁর। তবে ঘাসফুল শিবিরের নতুন করে বেসুরো আওয়াজ স্বাভাবিকভাবেই দলকে চূড়ান্ত অস্বস্তির মুখে ফেলে দিয়েছে বলেই দাবি রাজনীতির কারবারিদের।

তবে দলের প্রতি বেসুরো হলেও এখনো পর্যন্ত দলছাড়া নিয়ে বিশেষ কোনো মন্তব্য করেননি হাওড়ার বিধায়ক। কিন্তু পূর্বের ঘটনাক্রম অনুযায়ী বেসুরো হওয়ার পরেই হয়তো দল ছাড়ার বার্তা আসতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বেসুরো বিধায়ক গেরুয়া শিবিরে যান কিনা সেটা অবশই লক্ষ্যণীয়। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, একুশের নির্বাচনের প্রায় সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলা। এই অবস্থায় তৃণমূল শিবিরে বেসুরো আওয়াজ যে বিরোধীদের জোর বাড়াবে তা বলাইবাহুল্য।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!