এখন পড়ছেন
হোম > রাজ্য > আবারও তৃণমূলে ভাঙন, দলীয় দুর্নীতি দায়ী – অভিযোগের পাহাড় নিয়ে বিজেপিতে যোগ !

আবারও তৃণমূলে ভাঙন, দলীয় দুর্নীতি দায়ী – অভিযোগের পাহাড় নিয়ে বিজেপিতে যোগ !


বিজেপি শিবিরের সংগঠন যত শক্তিশালী হচ্ছে, ঠিক সেভাবেই এবার তৃণমূল শিবিরেও ভাঙ্গন দেখা যাচ্ছে। যদিও রাজনৈতিক ময়দানের অনেকেই দাবি করছেন, 2019 এর লোকসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলের এই ভাঙ্গনের শুরু হয়েছে। ইতিমধ‍্যেই তৃণমূল থেকে একের পর এক হেবীওয়েট নেতা, মন্ত্রী থেকে শুরু করে শয়ে শয়ে কর্মী যোগ দিয়েছেন বিজেপিতে। বিজেপির রাজ‍্য কমিটি ঢেলে সাজানোর পরেই আবারও একই ছবি দেখা গেল। এবার আরামবাগে তৃণমূল দুর্গে দেখা গেল ফাটল।

শনিবার তৃণমূল থেকে বিজেপিতে গোঘাট 2 ব্লকের বেঙ্গাই অঞ্চল থেকে প্রায় 50 জন তৃণমূলে যোগদান করেন। দলবদলকারীদের বক্তব‍্য, দলীয় দুর্নীতির বিরুদ্ধে তাঁদের এই সিদ্ধান্ত। এদিন আরামবাগে দলবদলকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন আরামবাগ জেলার সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ। তাঁর সাথে ছিলেন বিজেপি যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ ঘোষ, বিজেপি নেতা সুমন তেওয়ারিসহ অনেকে। অন্যদিকে দলত্যাগকারী তৃণমূল কর্মীরা নতুন দলে যোগ দেওয়া মাত্রই জানান, দলীয় দুর্নীতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং দলের উচ্চপদস্হ নেতাদের ব‍্যবহারও দিনকে দিন খারাপ হচ্ছিল। অতএব দল ছাড়াই ছিল একমাত্র রাস্তা। অন্যদিকে আরামবাগ বিজেপি সংগঠন যে আরো শক্তিশালী হতে চলেছে সেই ইঙ্গিতই পাওয়া গেল আজকের ঘটনায়। এ প্রসঙ্গে আরামবাগ জেলার বিজেপির সাংগঠনিক সভাপতি জানান, বর্তমানে তৃণমূলের অবস্হা বেহাল এলাকায়। মানুষ আর তাঁদের চাইছেনা। বরং বিজেপি যে সাধারণ মানুষের উন্নতিকল্পে অনেক বেশী কাজ করতে চাইছে সেকথা পরিষ্কার।

অন‍্যদিকে এই ঘটনায় রীতিমত চাঞ্চল‍্য দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। বিশেষজ্ঞদের মতে, রাজ‍্যে বিজেপি যেভাবে 2021 এর বিধানসভা নির্বাচনকে লক্ষ করে ক্রমাগত নিজেদের দলীয় শক্তি বৃদ্ধি করছে তা যে অচিরেই তৃণমূল শিবিরের কপালে ভাঁজ ফেলবে সেকথা বলাইবাহুল‍্য। এখন থেকে যদি তৃণমূল শিবির সাবধান না হয় তাহলে তাঁদের জন‍্য সামনে চরম বিপদ আসছে বলে মত রাজ‍্যের ওয়াকিবহাল মহলের। আপাতত আরামবাগের ঘটনায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূল শিবিরের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!