এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবারও ভুয়ো টিকাকরণ কান্ড প্রকাশ্যে, শুরু ব্যাপক চাপানউতোর

আবারও ভুয়ো টিকাকরণ কান্ড প্রকাশ্যে, শুরু ব্যাপক চাপানউতোর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেবাঞ্জন দেবের ভুয়ো টিকাকরণ কাণ্ড নিয়ে এখনো সরগরম রাজ্য রাজনীতি। খোদ তৃণমূল সাংসদ হাতেনাতে ধরেন দেবাঞ্জনকে। তারপর পুলিশ নড়েচড়ে বসে এবং দেবাঞ্জনের প্রতারণা চক্র ফাঁস হয়। একইসাথে প্রকাশ পায় তাঁর ভুয়ো পরিচয়। সামনে আসে তাঁর প্রতারক চরিত্র। হাইকোর্টে বর্তমানে দেবাঞ্জন কান্ড নিয়ে মামলা চলছে। কিন্তু এতকিছুর পরেও আবারও ভুয়ো টিকাকরণের ঘটনা সামনে এল। কসবার পর এবার সোনারপুরে ভুয়ো টিকাকরণ কান্ড প্রকাশ্যে। জানা গিয়েছে, অবৈধভাবে ভ্যাকসিন শিবির চালাচ্ছিল সেখানে এলাকার এক স্বাস্থ্যকর্মী। ঘটনাটি ঘটেছে সোনারপুরের রূপনগরে।

ইতিমধ্যেই অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তের নাম মিঠুন মন্ডল। সে ডায়মন্ডহারবার পঞ্চগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ফার্মাসিস্ট হিসেবে কাজ করতো আগে। পরবর্তীতে সরকারি চাকরি ছেড়ে এসে সোনারপুরে 11 নম্বর ওয়ার্ডের টিকাকরণ কেন্দ্রে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছিল। অভিযোগ উঠেছে, প্রতিদিন টিকাকরণের শেষে মিঠুন মন্ডল কোভিশিল্ডের ভায়াল সরিয়ে ফেলছিল। আর সেগুলো দিয়ে কোথাও ক্যাম্প করে, কোথাও বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের কাজ করছিল সে নিজে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও জানা গিয়েছে, টিকাকরণের বিনিময়ে সে মাথাপিছু 300 থেকে 400 টাকা নিত। পুলিশ সূত্রে খবর, গত এক মাসে অন্তত ত্রিশ-চল্লিশ জনকে মিঠুন ভ্যাকসিন দিয়েছে। বেশ কিছুদিন ঠিকঠাক চললেও যারা টিকা নিয়েছে তাঁদের কাছে ফোনে কোন মেসেজ বা টিকাকরণের সার্টিফিকেট না আসায় সন্দেহ বাড়তে থাকে। তাঁরাই স্থানীয় থানায় বিষয়টি জানান। এরপর পুলিশ তদন্তে নামে এবং জানতে পারে বেআইনি শিবির করে এজেন্টের মাধ্যমে টিকা দিচ্ছে মিঠুন। এরপরই পুলিশ তড়িঘড়ি মিঠুনকে গ্রেফতার করে।

আপাতত মিঠুনের সেই এজেন্টের খোঁজ চলছে। সূত্রের খবর, মিঠুন মন্ডলের আসল বাস গোসাবায়। কিন্তু মিঠুন থাকতো সুভাষগ্রামে। জানা গিয়েছে মিঠুন এতদিন ধরে যে টিকা দিয়েছে, সেগুলো আসল কিনা তা নিয়ে পরীক্ষা চলছে। পাশাপাশি টিকা প্রাপকদের তালিকা তৈরি করে তাঁদের খোঁজখবর নেওয়াও শুরু করেছে পুলিশ। আপাতত এই ঘটনা নিয়ে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে, এই ঘটনার পেছনে অন্য কেউ যুক্ত আছে কিনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!