এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দুর্নীতির অভিযোগে এবার নিজেদের পঞ্চায়েতেই তালা ঝোলাল বিজেপি, শোরগোল রাজ্যে!

দুর্নীতির অভিযোগে এবার নিজেদের পঞ্চায়েতেই তালা ঝোলাল বিজেপি, শোরগোল রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই বাংলার রাজনৈতিক জগতে টানাপোড়েন চলছে। রাজ্য সরকারের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে দুর্নীতি নিয়ে অভিযোগ জানিয়ে আসছে রাজ্যের বিরোধী দলগুলি। তাদের মধ্যে বিজেপি অন্যতম। কিন্তু এবার পুরো উলটপুরাণ। যে দুর্নীতি নিয়ে এতদিন গেরুয়া শিবির অভিযোগ জানিয়ে আসছে, সেই দুর্নীতির অভিযোগের তীর এবার তাঁদের দিকে। যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। বেলিয়াবেড়া ব্লকের নোটা গ্রাম পঞ্চায়েতটি বিজেপিরই অধীনস্থ।

এই গ্রাম পঞ্চায়েতেই এবার উঠেছে আবাস যোজনায় বেনিয়মের অভিযোগ। আর এই অভিযোগের ওপর ভিত্তি করেই এদিন নিজেদেরই গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলো বিজেপি। এর ফলে পঞ্চায়েত অফিসের ভিতরে অফিসার এবং কর্মী মিলিয়ে মোট আটজন আটকে পারেন বলে জানা গেছে। 3 ঘণ্টা আটকে থাকার পর পুলিশের হস্তক্ষেপে তাঁরা মুক্ত হন। এলাকার বিজেপি নেতা কর্মীদের অভিযোগ- আবাস যোজনায় সঠিক মানুষদের টাকা দেওয়া হচ্ছে না।

প্রকৃত গরীব যারা, এমন অনেকেই বাড়ি পাচ্ছেনা। এমনকি অ্যাকাউন্টে ঠিক মতো টাকাও দেওয়া হচ্ছে না। এদিন দুপুর বারোটা নাগাদ বেলিয়াবেড়া ব্লকের গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন এলাকার বিজেপি নেতা কর্মীরা। এবং তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন অনিয়মের অভিযোগ তুলে। এই অবস্থায় তাঁরা পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেন। এর ফলে পঞ্চায়েত অফিসে আটকে পরেন নোডাল অফিসার দেবদত্ত বারিক সহ অনেকেই। অন্যদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান চক্রধর দণ্ডপাট জানিয়েছেন, আবাস যোজনায় কারা বাড়ি পাবেন তার পুরো তালিকা তৈরি করেন বিডিও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই আবাস যোজনায় যে গাফিলতির আভাস পাওয়া যাচ্ছে, তা ব্লক প্রশাসনের তৈরি বলে দাবী করেন তিনি। অন্যদিকে বেলিয়াবেড়া মন্ডলের বিজেপির সাধারণ সম্পাদক তাপস সুঁই জানিয়েছেন, বিজেপির দখলে থাকা সত্ত্বেও অনিয়মের অভিযোগে পঞ্চায়েতে তালা ঝোলাতে হয়েছে। অন্যদিকে, বিক্ষোভের কারণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পঞ্চায়েতের তালা খুলে আটকে থাকা প্রত্যেককে মুক্ত করে। এই ঘটনা প্রসঙ্গে বেলিয়াবেড়ার বিডিও জিসান খান জানিয়েছেন, আবাস যোজনার এন্ট্রি হচ্ছে পঞ্চায়েত থেকে।

অন্যদিকে জেলাশাসক আয়েশা রানিও জানিয়েছেন, যারা প্রকৃত বাড়ি পাবার উপযোগী তাঁদেরকেই টাকা দেওয়া হচ্ছে, অন্যদের নয়। বিশেষজ্ঞদের মতে, গেরুয়া শিবিরের দখলে থাকা পঞ্চায়েত আবাস যোজনার দুর্নীতিতে জড়িত হওয়ায় খুব স্বাভাবিকভাবেই অস্বস্তির মুখে বিজেপি। অন্যদিকে এই ঘটনায় বিজেপির আরেক অংশ প্রতিবাদ জানানোয় স্বাভাবিকভাবেই এলাকার সংগঠনের দিকে প্রশ্ন উঠেছে। একুশের বিধানসভা নির্বাচনের আগে এই প্রত্যেকটি বিষয় বিজেপিকে বিপর্যয়ের মুখে ফেলবে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতি কি করে সামাল দেয় বেলিয়াবেড়া ব্লক পঞ্চায়েত, সেদিকেই এখন নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!