এখন পড়ছেন
হোম > জাতীয় > অবসরেও মিললো না স্বস্তি, এবার কেন্দ্রের চিঠি পেলেন প্রাক্তন মুখ্য সচিব

অবসরেও মিললো না স্বস্তি, এবার কেন্দ্রের চিঠি পেলেন প্রাক্তন মুখ্য সচিব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তাঁর দায়িত্ব থেকে অবসর নিয়েছেন। এরপর তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার পদে আনা হয়েছে। আগামী তিন বছরের জন্য তিনি এই পদে অভিষিক্ত থাকতে চলেছেন। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রের কাছ থেকে চিঠি পেলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তাঁকে প্রশ্ন করা হয়েছে, গত ২৮ সে মে প্রধানমন্ত্রীর যশ পরবর্তী পর্যায়ের বৈঠক তিনি কেন এড়িয়ে গিয়েছেন? কেন্দ্রের পক্ষ থেকে তাঁকে শোকজ করা হয়েছে। তিন দিনের মধ্যে তাঁর কাছে এর জবাব জানতে চাওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই চিঠিতে জানানো হয়েছে যে, প্রথমে তাঁর জন্য ১৫ মিনিট অপেক্ষা করা হয়েছিল। এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে এসেছিলেন তিনি, আবার তৎক্ষনাত মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি চলে গিয়েছেন। কেন তিনি এমন করেছেন? তা জানতে চেয়েছে কেন্দ্র। চিঠিতে জানানো হয়েছে, যশ পরিস্থিতি নিয়ে এই রিভিউ বৈঠকের নেতৃত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

তিনি হলেন জাতীয় দুর্যোগ মোকাবিলা বিভাগের প্রধান। তাই এই বৈঠকে উপস্থিত না থাকা বিপর্যয় মোকাবিলা আইনের ৫১ নম্বর ধারাকে লংঘন করার শামিল। এজন্য তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না? তার কারণ জিজ্ঞাসা করে তিন দিনের মধ্যে তার জবাব দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এই চিঠি পাওয়ার পর এবার কি পদক্ষেপ গ্রহণ করেন আলাপন বন্দ্যোপাধ্যায়? সেদিকে দৃষ্টি রয়েছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!