এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > আব্বাস সিদ্দিকির দলকে জোটে আনতে বিশেষ উদ্যোগ হেভিওয়েট বাম নেতার

আব্বাস সিদ্দিকির দলকে জোটে আনতে বিশেষ উদ্যোগ হেভিওয়েট বাম নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে জোট গঠন করে বড়সড় লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে বাম, কংগ্রেস দল। বাম-কংগ্রেসের এই জোটে আসার আহ্বান জানানো হয়েছে আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে । তবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে যে, অন্তত ৫০ টি আসন ছেড়ে দিতে হবে তাদের। তাদের এই দাবি নিয়ে দেখা দিয়েছে মতভেদ। এবার এ বিষয়ে বিশেষ পদক্ষেপ নিলেন হেভিওয়েট সিপিএম নেতা মহম্মদ সেলিম।

গতকাল রাতে বাম-কংগ্রেস ও আইএসএফ দলের এক বিশেষ বৈঠক বসেছিল। জোটের আসন রফা নিয়ে ছিল এই বৈঠক। এই বৈঠকে যোগদান করেছিলেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি প্রমুখরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, বামফ্রন্টের পক্ষ থেকে ২৭ টি আসন আইএসএফকে ছেড়ে দেয়া হয়েছে। সিপিএম একাই ২০ টি আসন ছেড়ে দিয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে ৮ টি আসন ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে আসন রফার কাজ সম্পন্ন হয়েছে এই বৈঠকে। গতকালের বৈঠকে আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে জানিয়েছেন যে, তাঁরা হলেন জাতীয় দল, সময়ের দাবি তাঁরা বুঝুন। সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম তিন দলের প্রতিনিধিদের একটেবিলে বসিয়ে আলোচনা করান।

বৈঠকে দক্ষিণবঙ্গে জোটের পথ অনেকটা মসৃণ হলেও, সমস্যা বেড়েছে দক্ষিণবঙ্গের ৪,৫ টি আসনকে নিয়ে। আবার, মালদহ, মুর্শিদাবাদের বেশ কিছু আসন ছেড়ে দিতে রাজি নয় কংগ্রেস। বিশেষ করে মিল্টন রশিদ, মোহিত সেনগুপ্ত প্রমুখের জেতা আসনগুলি কিছুতেই না ছাড়ার কথা জানিয়েছে কংগ্রেস। আজ রবিবার আবার বৈঠক হতে চলেছে এই তিন দলের প্রতিনিধিদের মধ্যে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!