এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আব্বাস সিদ্দিকীকে নিয়ে মহাজোটের ভাবনায় বাধা, আতান্তরে বাম-কংগ্রেস জোট

আব্বাস সিদ্দিকীকে নিয়ে মহাজোটের ভাবনায় বাধা, আতান্তরে বাম-কংগ্রেস জোট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের বুকে ক্রমশ জমে উঠেছে নির্বাচনী লড়াই। রাজ্যের প্রতিটি ছোট বড় দল ময়দানে নেমে পড়েছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মুখ্য প্রতিপক্ষ হিসেবে লড়াই চালাচ্ছে তৃণমূল এবং বিজেপি। তবে এবারের নির্বাচনে ঘুরে দাঁড়াতে বাম এবং কংগ্রেস জোট বেঁধেছে। কিন্তু তাঁদের সাথে ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে জোটে আসতে ইচ্ছুক ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী তাঁর নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে। কিন্তু এই মহাজোটের সামনে এসেছে বেশ কয়েকটি বাধা। যার অন্যতম বাধা হচ্ছে মিম। বাম-কংগ্রেস উভয় শিবিরই মেনে নিয়েছে আব্বাস সিদ্দিকীকে সঙ্গে নিলে তৃণমূল এবং বিজেপিকে বড়োসড়ো চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া যাবে বলে।

কিন্তু সেক্ষেত্রে মহাজোটে বাধ সেধেছে আব্বাস সিদ্দিকীর আকাশছোঁয়া দাবি। জানা গিয়েছে, আব্বাস সিদ্দিকী রাজ্যের 294 বিধানসভা আসনের মধ্যে 70 টি আসন দাবি করেছে, যা দেওয়া অসম্ভব বলে মনে করছে কংগ্রেস। পাশাপাশি আব্বাস এই মহাজোটে শামিল হতে চায় আসাদউদ্দিন ওয়েইসির নেতৃত্বাধীন মিমকে সঙ্গে নিয়ে। আর এখানেই কংগ্রেসের মূল আপত্তি বলে জানা গেছে। পাশাপাশি রাজনৈতিক মহলের অনেকেই আব্বাস সিদ্দিকীর দাবিকে অবাস্তব বলে মনে করছেন। তবে বাম শিবির আব্বাসের দাবি মেনে নিলেও কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট আপত্তি জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাম-কংগ্রেস এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করলেও কোনো সুরাহা মেলেনি বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলস্বরূপ মহাজোট হবে কি হবেনা, তা নিয়ে উঠেছে প্রশ্ন। অন্যদিকে আব্বাস সিদ্দিকীও নিজের দাবিতে অনড়। পাশাপাশি তিনি জানিয়েছেন, বাম এবং কংগ্রেসের মতন ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে তিনি জোট করতে ইচ্ছুক। তবে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে তিনি রাজনৈতিক মঞ্চে প্রবেশ করতে যে রাজি নন, সে কথা বেশ জোরের সাথে জানিয়েছেন। তবে জানা গিয়েছে, কংগ্রেস মিমকে মেনে না নিলেও আব্বাস সিদ্দিকীর দলকে কিন্তু মেনে নিয়েছে। তবে আব্বাসের সাথে আসন রফা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিশেষজ্ঞরা মনে করছেন, বাম-কংগ্রেস ও আব্বাসের দলের মহাজোটের জটিলতার কারণে তাঁরা নির্বাচনী প্রচারে কিন্তু যথেষ্ট পিছিয়ে রয়েছে। সেখানে তৃণমূল এবং বিজেপি রাজ্য জুড়ে চালাচ্ছে প্রচার। তার ওপর নতুন করে আব্বাস সিদ্দিকীর সঙ্গে মহাজোটের ভাবনায় বাম এবং কংগ্রেস শিবির পড়েছে আতান্তরে। আপাতত দেখার, বাম এবং কংগ্রেস আব্বাস সিদ্দিকীর সমস্ত দাবি মেনে নিয়ে  তাঁর সাথে জোট করে, নাকি মহাজোটের সম্ভাবনা মিলিয়ে যায় রাজনৈতিক তিমিরে!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!