এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ব্রেকিং নিউজ – গ্রেপ্তার হলেন বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান

ব্রেকিং নিউজ – গ্রেপ্তার হলেন বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান


রাজ্য থেকে অনেকটা দূরে মেঘালয়ের শিলংয়ে সিবিআইয়ের দপ্তরে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুনাল ঘোষকে চিটফান্ড কাণ্ডে জেরা ঘিরে রীতিমত জল্পনার আবহে ফুটছে বঙ্গ রাজনীতি। আর এরই মাঝে কলকাতার বুকে চিটফান্ড কান্ড নিয়ে মুখ্যমন্ত্রীর দেখানো পথে ‘সত্যাগ্রহ’ করতে গিয়ে গ্রেপ্তার হলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

সূত্রের খবর, আজ কলকাতায় চিটফান্ড কাণ্ডে আমানতকারীদের প্রতি সুবিচার ও চিটফান্ড কাণ্ডে তদন্তের নামে সিবিআইকে অপব্যবহারের অভিযোগে ধর্মতলায় ধর্ণা তথা ‘সত্যাগ্রহ’ করতে চেয়েছিল প্রদেশ কংগ্রেস। কংগ্রেসের সুস্পষ্ট বক্তব্য ছিল, চিটফান্ড কাণ্ডে রাজ্যে রাজ্যে লক্ষ লক্ষ আমানতকারী সাধারণ মানুষ প্রতারিত হয়েছেন, মুখ্যমন্ত্রী তার বেলায় চুপ ছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু, সেই তদন্তে সিবিআই আধিকারিকেরা পুলিশ কমিশনারকে জেরা করতে পৌঁছালে, মুখ্যমন্ত্রী ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন। আর তাই এবার এইসব কিছুর প্রতিবাদে কংগ্রেস ধর্মতলায় সত্যাগ্রহ করবে। কিন্তু, কংগ্রেসের এই ঘোষিত সূচিতে পুলিশ অনুমতি দেয় নি। কিন্তু, বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেস যুব রাজ্য সভাপতি শাদাব খান, কলকাতা পুরসভার কাউন্সিলর সন্তোষ পাঠক সহ কংগ্রেস সমর্থকদের নিয়ে ঘোষিত সূচি অনুযায়ীই ধর্মতলায় ধর্নায় বসেন।

কিন্তু, পুলিশি অনুমতি নেই – এই অভিযোগে পুলিশ ‘সত্যাগ্রহকারীদের’ উপর বেধড়ক লাঠিচার্জ করে বলে অভিযোগ ওঠে। ফলে, কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও শুরু হয়ে যায়। ঘটনার জেরে আব্দুল মান্নান, সন্তোষ পাঠক সহ প্রায় ৫০ জন কংগ্রেস সমর্থককে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় তীব্র ধিক্কার জানিয়ে আব্দুল মান্নান সহ কংগ্রেস নেতা-কর্মীরা জামিন নিতে অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, শান্তিপূর্ণ ‘সত্যাগ্রহ আন্দোলনে’ প্রশাসন ও পুলিশের এই অমানবিক আক্রমন কিছুতেই মেনে নেওয়া হবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!