এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > করোনা আক্রান্ত রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান, ভর্তি হাসপাতালে

করোনা আক্রান্ত রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান, ভর্তি হাসপাতালে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আক্রান্ত হয়েছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। মঙ্গলবার রাতে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে। সেইসঙ্গে তাঁর হাই সুগার-সহ একাধিক কো-মর্বিডিটি থাকায় এই বর্ষীয়ান কংগ্রেস নেতাকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে বলে জানা গেছে।

তবে তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলেই জানিয়েছেন চিকিত্‍সকরা। অন্যদিকে তাঁর স্বাস্থ্য নিয়ে তাঁর পরিবার যথেষ্ট উদ্বিগ্ন রয়েছে বলেও জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই দার্জিলিং গিয়েছিলেন তিনি।

অন্যদিকে বর্তমানে সেখানে ছুটি কাটাতে গেছে রাজ্যপাল জগদীপ ধনকড়ও। তাই কংগ্রেস নেতা তাঁর দার্জিলিং সফরে রাজ্যপালের সঙ্গেও দেখা করতে যান বলে জানা যায়। সেইসঙ্গে তাঁর সঙ্গে প্রাতরাশেও যোগ দেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, এই সপ্তাহেই পাহাড় থেকে কলকাতায় ফিরেছেন তিনি। কলকাতায় ফেরার পর চাঁপদানির কংগ্রেস বিধায়ক কলকাতার এমএলএ হস্টেলে ছিলেন বলে জানা যায়। আর সম্প্রতি সেখানেই অসুস্থ হয়ে পড়েন।

সেইসঙ্গে তাঁর ফুসফুসে সমস্যা দেখা যায়। ফলত তাঁর নানা শারীরিক পরীক্ষা করা হয়। আর সেই পরীক্ষার সঙ্গেই কোভিড টেস্টও করা হয় বলে জানা গেছে। আর মঙ্গলবার রাতেই সেই পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। প্রথমত ৬৮ বছর বয়েস হওয়ার জন্য, এবং কো-মর্বিডিটি সংক্রান্ত সমস্যা থাকায়, চিন্তা রয়েছে বলে জানা গেছে।

এরপরই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়।সেইসঙ্গে বুধবার সকালে তাঁর সিটি স্ক্যান হয় বলেও জানা গেছে। চিকিত্‍সকদের কথায়, তাঁর যে ফুসফুসে সংক্রমণ রয়েছে। এছাড়া তাঁর রক্তে শর্করার মাত্রা বরাবরই বেশি থাকায় চিকিৎসায় বিলম্ব হচ্ছে।

এছাড়াও তাঁর কো-মর্বিডিটি থাকায় চিন্তায় রয়েছেন চিকিত্‍সকদের। যদিও চিকিত্‍সকদের তরফে জানানো হয়েছে যে আগের তুলনায় আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সেইসঙ্গে তাঁর এই অসুস্থতার খবর পেয়ে সহকর্মী থেকে অনুরাগীরা সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনায় শুভেচ্ছা জানিয়েছেন বলে জানা গেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!