এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অভাব মেটাতে রাজ্যকে আজ আবার ভ্যাকসিন পাঠাচ্ছে কেন্দ্র

অভাব মেটাতে রাজ্যকে আজ আবার ভ্যাকসিন পাঠাচ্ছে কেন্দ্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের বিভিন্ন হাসপাতালে করোনার ভ্যাকসিনের অভাব শুরু হয়েছে। দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে বহু মানুষকে। যা থেকে অনেক সময় শুরু হচ্ছে বিক্ষোভ। এই পরিস্থিতিতে রাজ্যে ভ্যাকসিনের অভাব মেটাতে গত সোমবার ৩ লক্ষ ডোজ কোভিশিল্ড রাজ্যকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। আজ আবার ১০ লক্ষ ডোজ কোভিশিল্ড রাজ্যে আসতে চলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, আজ দুপুরের মধ্যে রাজ্যে আসবে কোভিশিল্ড। বাগবাজারের রাজ্য স্বাস্থ্য দপ্তরের স্টোরে ৪ লক্ষ ডোজ কোভিশিল্ড রাখা হবে, ৬ লক্ষ ডোজ রাখা হবে হেস্টিংস এর কেন্দ্রীয় স্টোরে। এই খবরে আশার আলো দেখতে পাচ্ছেন বহু রাজ্যবাসী। রাজ্যজুড়ে যেভাবে ভ্যাকসিনের অভাব তৈরি হয়েছে। ভ্যাকসিন না থাকার কারণে বিভিন্ন হাসপাতালে যেভাবে টিকাকরণের কাজ বন্ধ রাখতে হয়েছে। সেই অবস্থায় এই সংবাদ যথেষ্ট আশাপ্রদ।

এদিকে উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটিতে গতকাল থেকে ভ্যাকসিন পেতে লাইনে দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ। আজ সকালে ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা। পানিহাটির লোকসংস্কৃতি ভবনে পুরসভার উদ্যোগে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু আজ সকালে জানানো হয়, ভ্যাকসিন না থাকার কারণে টিকাকরণ স্থগিত রাখা হচ্ছে। ভ্যাকসিন না পেয়ে রাত থেকে অপেক্ষারত মানুষেরা বিক্ষোভ দেখালেন, সোদপুর-বারাসাত রোড অবরোধ করে দিলেন তারা। এদিকে আজ থেকে তৃতীয় দফার টিকাকরণের রেজিস্ট্রেশন এর কাজ শুরু হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!