এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপিকে সুবিধা থেকে হিসাব বহির্ভূত আয়ের মত বড়সড় অভিযোগে কোনঠাসা ফেসবুক, সরলেন শীর্ষ কর্ত্রী

বিজেপিকে সুবিধা থেকে হিসাব বহির্ভূত আয়ের মত বড়সড় অভিযোগে কোনঠাসা ফেসবুক, সরলেন শীর্ষ কর্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- মানুষের ব্যবহৃত সোশ্যাল মাধ্যমগুলোর মধ্যে থেকে ফেসবুক অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম। ফেসবুকের মাধ্যমে সারা বিশ্বের মানুষ নিজের ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করে চলেছেন এবং বিভিন্নভাবে নিজেদের অভিজ্ঞতা অনুভূতিগুলি কার্যকরী করে তুলছেন। তাই সোশ্যাল মাধ্যমটির এত সংখ্যক মানুষের ব্যক্তিগত তথ্য নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে যে যথেষ্ট সচেষ্ট হওয়া প্রয়োজন সে কথা আলাদা করে বলে দিতে হয় না।

কিন্তু অনেকদিন ধরেই ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েছিল ফেসবুক। বলা হয়েছিল পক্ষপাতিত্ব করছে ফেসবুক। বিশেষত বিদেশি সংবাদপত্রে প্রতিবেদন বের হওয়ার পরে ব্যবসায়িক স্বার্থে ফেসবুক ভারতবর্ষে বিজেপি নেতাদের উস্কানিমূলক পোস্ট এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না এমন অভিযোগের তীর উঠেছিল ফেসবুকে দিকে। সেই নিয়ে ফেসবুকের ইন্ডিয়া হেড আঁখি দাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাঁর ভূমিকা নিয়ে।

সেই সঙ্গে এই ঘটনা মানুষের মধ্যে জানাজানি হওয়ার পর কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী নেতারা বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন। সেই সময় যৌথ সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটির সামনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে ফেসবুক ইন্ডিয়ার পাবলিক পলিসি ডিরেক্টর আঁখি দাসকে মুখোমুখি হতে হয়েছিল। সেই সময় তাঁকে প্রায় দু’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বলেও জানা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজ্ঞাপন, ব্যবসা, নির্বাচনের মতো বিষয়গুলিতে কোনরকম উস্কানিমূলক উদ্দেশ্য, ফেসবুক নাগরিকদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করা, এমন সমস্ত অভিযোগ নিয়ে সামনে এসেছিল কমিটি এবং এই সমস্ত বিষয়গুলি যে ফেসবুকে করা যাবেনা সেগুলিও জানানো হয়েছিল সেই সময়। এছাড়া একাধিক ক্ষেত্রে এই সংস্থার আয় এবং কর বিষয়ক তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে জানা গেছে।

তবে এত অভিযোগের পরিণতি যে সহজে শেষ হবে না সে কথা আন্দাজ করেছিলেন অনেকেই। তাই সম্প্রতি জানা গেছে চরম বিতর্কের মুখে ফেসবুক ছাড়ছেন ইন্ডিয়া হেড আঁখি দাস। ফেসবুক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ইমেল করে একটি বিবৃতিতে সেই কথা জানিয়েছেন বলে জানা গেছে। তাঁর কথায়, তিনি ভারতে ফেসবুকের প্রথম দিকের কর্মী। সেই সঙ্গে গত ৯ বছর ধরে তাঁর ফেসবুকে অনেক অবদান রয়েছে।

তবে বিতর্কে ভারতীয় শাখার পলিসি হেড আঁখি দাসের বিরুদ্ধে যে এখনই সমস্ত বিতর্ক শেষ হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু মনে করা যাচ্ছে না। কয়েক বছর ধরে তিনিও ফেসবুকের কর্মীদের গ্রুপে বিজেপি সমর্থনের একাধিক পোস্ট করতেন বলে জানা গেছে। আর এই অভিযোগ সামনে আসার পর থেকেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ফেসবুকের উপর চাপ বাড়তে থাকে। এরপর গত শুক্রবার সংসদীয় কমিটির সামনে জেরার পরে গতকাল তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে শেষ পর্যন্ত তাঁর এই সিদ্ধান্তে ফেসবুকের উপর থেকে এই অভিযোগের তীর উঠে যায় কিনা, এখন সেটাই দেখার অপেক্ষা

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!