এখন পড়ছেন
হোম > অন্যান্য > অভিনব পন্থায় করোনা প্রতিকুলতা কাটিয়ে বিদ্যালয়ের আঙিনায়! সারা বিশ্বকে অবাক করলো কোন দেশ?

অভিনব পন্থায় করোনা প্রতিকুলতা কাটিয়ে বিদ্যালয়ের আঙিনায়! সারা বিশ্বকে অবাক করলো কোন দেশ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতিতে ছোট হোক কি বড় সকলের মুখে মাস্ক থাকা অত্যাবশ্যক। তাই সেই নিয়ম মেনে আজ সকলের মুখে মাস্ক। তবে বলতে গেলে মাস্ক যেন আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, একাধিক মানুষের এতে অসুবিধা হয় বৈকি! কারণ ডাক্তার, নার্স, সেবাকর্মী বা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করা মানুষের কাছে মাস্ক পরে থাকাটা এতদিন ছিল কাজের একটা অঙ্গ। তাই তাকে করোনা পরিস্থিতিতে অন্য ভাবে গ্রহন করতে গিয়ে অসুবিধে হওয়ার কথা নয়। কিন্তু উল্টো দিক থেকে দেখতে গেলে যে সমস্ত মানুষেরা মুক্তবাতাসে বাঁধন ছাড়া নিঃশ্বাস নিতে অভ্যস্ত, তাদের কাছে এই মাস্ক পরা জীবন বিরম্বনা।

তবে এতো গেল ইন জেনারেল মানুষের কথা। বয়স হিসাবে মানুষের মধ্যেও অনেক রকম ভাগ থাকে। শিশু-কিশোর যুবক-যুবতী মাঝবয়সী-বয়স্ক এমন অনেক মানুষকে নিয়েই একটা জনসমাজ গড়ে ওঠে। তাই এখানে বিজ্ঞানের ভাষায় বলতে গেলে বলতে হয় প্রতিটা বয়সের ক্ষেত্রে কিন্তু মানিয়ে নেওয়ার একটা ক্ষমতার পার্থক্য লক্ষ্য করা যায়। তাই একজন বয়স্ক মানুষ বা শিশুর কাছে যেটা খুবই কষ্টসাধ্য, একজন যুবক যুবতীর কাছে সেটা ততটা কষ্টসাধ্য নাও হতে পারে। তবে এক্ষেত্রে মাক্স পরা ব্যাপারটা কিন্তু একইভাবে প্রযোজ্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নিউ নরমাল লাইফের আনলক প্রক্রিয়া শুরু হলেও আপাতত বন্ধ আছে অনেক স্কুল-কলেজ মহাবিদ্যালয়। তবে ভবিষ্যতে তাও খুলে যাবে এটাই নিশ্চিত। কিন্তু সেক্ষেত্রে মানুষের সঙ্গী হয়ে থাকবে মাস্ক। তবে ভাবুনতো বড়দের কথা যদি ছেড়েও দেওয়া যায় একজন ছোট বাচ্চা, যে সবে স্কুলে যেতে শুরু করেছে তার কাছে এই করোনা পরিস্থিতিই বা কি আর তার থেকে সর্তকতা অবলম্বন করার জন্য মাস্কের প্রয়োজনীয়তাই বা কোথায়। তার কাছে তো জগৎ অন্যভাবে ধরা দেয়। তাই ছোটদের ক্ষেত্রে স্কুল খুললে কিভাবে তারা মাস্ক পরে সারাক্ষণ থাকতে পারবে সেই নিয়ে কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে।

তবে এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে ইতিমধ্যেই এক অভিনব পন্থা অবলম্বন করেছে ইরানের স্কুল প্রশাসন। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টে দেখা গেছে, ইরানে এক অভিনব পন্থায় শিশুদের ক্লাস করানো হচ্ছে। সেখানে ক্লাসরুমে প্রত্যেক শিশুকে আলাদা তাঁবু দেওয়া হয়েছে। ক্লাসরুমের মেঝেতেই তা পাতা হয়েছে। তাঁবুটির চারদিক স্বচ্ছ প্লাস্টিক দিয়ে ঘেরা। যার মধ্যে মাস্ক ছাড়াই বসে রয়েছে খুদে পড়ুয়ারা। এই অবস্থাতেই তাদের পড়াচ্ছেন শিক্ষকরা। সম্প্রতি টুইটারে ছবিটি শেয়ার করেছিলেন এক সাংবাদিক। তবে এই পন্থায় অনেকে শিশুদের মুখে মাস্ক না থাকায় নিরাপত্তাবোধের অভাবের কথা তুলে ধরলেও অনেকে কিন্তু প্রশংসাই করেছেন এই অভিনব পন্থার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!