এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ, তাঁর গাড়িতে হামলা, তীব্র প্রতিবাদে পথে নামল শাসকদল

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ, তাঁর গাড়িতে হামলা, তীব্র প্রতিবাদে পথে নামল শাসকদল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল ত্রিপুরা সফরে গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে গেলে সেখানে প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয়া হয় বিজেপির পক্ষ থেকে। এমনকি তাঁর গাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়েছে বলে, অভিযোগ উঠেছে। নিজের গাড়ি ভাংচুরের ঘটনার ভিডিও টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি জানিয়েছেন যে, বিজেপি শাসিত ত্রিপুরার গণতন্ত্রের ছবি। অসাধারণ বিপ্লব দেব, ত্রিপুরাকে যিনি নিয়ে গেছেন নতুন উচ্চতায়। তাঁকে ঘিরে বিক্ষোভ ও তাঁর ওপর হামলার প্রতিবাদে গতকাল রাজ্যের একাধিক স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হল তৃণমূল কর্মীদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল সন্ধ্যায় ডায়মন্ডহারবার দু নম্বর ব্লকের সরিষা এলাকায় তৃণমূল কর্মীদের ধিক্কার মিছিল চলে। গতকাল ১১৭ নম্বর জাতীয় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে দেখা যায় তৃণমূল কর্মীদের। সেইসাথে অনুষ্ঠিত হয় একটি পথসভা। যেখানে উপস্থিত থাকতে দেখা যায় ডায়মন্ডহারবার দু’নম্বর ব্লক তৃণমূল সভাপতি অরুণময় গায়েন, তৃনমূল পর্যবেক্ষক শামিম আহমেদ প্রমূখ নেতৃত্বদের। এ প্রসঙ্গে শামিম আহমেদ জানান, সংসদের ওপর যে হামলা করেছে, তা নাক্কারজক ব্যাপার। এটাই হলো বিজেপির সংস্কৃতি। প্রাচীনকাল থেকে বাংলা ও ত্রিপুরার মধ্যে মৈত্রীর যোগাযোগ আছে। বিজেপি তা জানেনা। ত্রিপুরার মানুষ বিজেপির মুখোশ দেখতে পেয়েছেন। মানুষই ক্ষমতাচ্যুত করবেন বিজেপিকে। ত্রিপুরাতেও ঘাসফুল ফুটবে।

গতকাল সন্ধ্যায় ডায়মন্ডহারবার ছাড়াও সাগর, পাথর প্রতিমা, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুরের বহুস্থানে ঘটনার প্রতিবাদ জানাতে পথে নামতে দেখা যায় তৃণমূল নেতাকর্মীদের। দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়েই চলে প্রতিবাদ ও ধিক্কার মিছিল। একাধিক জেলাতে তৃণমূলের ধিক্কার মিছিল দেখা যায়। তবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা প্রসঙ্গে বিজেপির পক্ষথেকে টুইট করে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গে যে কোন বিরোধী দলের নেতার কাছে এই ধরনের ঘটনা হলো নিত্যনৈমিত্তিক ব্যাপার। এখন দেখা যাচ্ছে তৃণমূলের হিংস্র কর্মীদের পাঠানো হয়েছে ত্রিপুরাতে। একদিন বাংলার মানুষেরাও তৃণমূল নেতাদের সঙ্গে একই ধরনের ব্যবহার করবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!