এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > অভিষেক নয় লড়াই মমতার সঙ্গেই বুঝিয়ে দিয়ে মন্তব্য দিলীপের

অভিষেক নয় লড়াই মমতার সঙ্গেই বুঝিয়ে দিয়ে মন্তব্য দিলীপের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল শনিবার রামনগরের সভা থেকে কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় তৃণমূলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটাক্ষ করেছিলেন। এরপর তাঁর বক্তব্যের প্রতি পাল্টা বক্তব্য রাখেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিজেপি নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, গতকাল কৈলাস বিজয়বর্গীয় রামনগরে সম্পূর্ণ মিথ্যা ভাষণ দিয়েছিলেন। তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিথ্যাচার করেছেন তিনি। তাঁর দাবি, রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে এঁটে উঠতে না পেরেই, তাঁর চরিত্র হনন করেছেন কৈলাস বিজয়বর্গীয়। কুনাল ঘোষ দাবি করেছেন যে, বিজেপি ভয় পাচ্ছে বলেই এমন আক্রমণ করেছে তৃণমূলের যুব নেতা অভিষেককে।

তৃণমূল নেতা কুণাল ঘোষের এই বক্তব্যের পর, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর প্রতিক্রিয়া জানিয়েছিলেন। যেখানে তিনি বলেছিলেন যে, কে দিদি, কে ভাইপো, সেটা সকলেই জানেন। তাই আলাদা করে বলার কিছু নেই। নাম ধরে যখন বলার সময় আসবে, তখন ঠিক বলে দেবেন তিনি। তিনি আরও জানিয়েছিলেন যে, বিজেপি কাউকে কখনো ভয় করে না। যদি বিজেপি ভয় করতো, তাহলে কখনোই ১৮ টি আসন পেত না।

এরপর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্পষ্ট করে দিলেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, তাঁর লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই। প্রসঙ্গত, আজ বাঁকুড়ায় রয়েছে মুখ্যমন্ত্রীর সফর। মুখ্যমন্ত্রীর এই বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, এই দলে আর কোন দ্বিতীয় মুখ নেই। কিন্তু, এই মুখেও কালি লেগে গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত আগামী ২৪ সে নভেম্বর মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক রয়েছে। করোনা ভ্যাকসিন নিয়ে বৈঠকে আলোচনার কথা আছে। এই বৈঠকের কারণে মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরে কিছুটা রদবদল ঘটানো হয়েছে। আগামীকাল মুখ্যমন্ত্রীর তিনদিনের বাঁকুড়া সফর শুরু করার কথা ছিল। তার পরিবর্তে আজকেই মুখ্যমন্ত্রী বাঁকুড়া সফরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ সানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

মুখ্যমন্ত্রীকে ক্ষুরধার ভাষায় কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, শাসকদল তৃণমূলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়া আর দ্বিতীয় কোন মুখ নেই। কিন্তু সেই মুখেও কালি লেগে গেছে। তৃণমূল দলের কর্মীদের নিজেদের উপরে ভরসা নেই। এ কারণে সাধারণ মানুষও আর ভরসা করেন না এই দলকে। তাঁর কথায়, প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ কারণেই বারবার দৌড়াতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে।

তাঁর কথায়, শাসকদল তৃণমূল ছত্রভঙ্গ হয়ে গেছে। তৃণমূলের নেতা, বিধায়ক ও সাংসদরা যে ধরনের মন্তব্য করছেন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছেন, তার ফলে এই দলের ওপর সাধারণ মানুষের আর কোনো ভরসা নেই। এভাবেই আজ মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরের সময়ে তীব্র ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি স্পষ্ট ভাবে বুঝিয়ে দিলেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, তাঁর লড়াইয়ের মূল লক্ষ্য হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!