এখন পড়ছেন
হোম > রাজ্য > অভিষেকের আইনি নোটিশ পেতেই ‘নাম না করে’ বাবুলের খোঁচা – শিশুসুলভ ঔদ্ধত্যে বাচ্চার প্রেমপত্র!

অভিষেকের আইনি নোটিশ পেতেই ‘নাম না করে’ বাবুলের খোঁচা – শিশুসুলভ ঔদ্ধত্যে বাচ্চার প্রেমপত্র!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি গত বৃহস্পতিবার মহালয়ার সকালে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে একটি বক্তব্য প্রকাশ করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ” আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর অমানবিক এবং অক্লান্ত পরিশ্রমে, বাংলার নিজস্ব মস্তিষ্কপ্রসূত কর্মকাণ্ডে রাজ্যের উন্নয়নে গতি এসেছে।”

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর প্রতি ‘অমানবিক’ শব্দটির ব্যবহার নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে নানারকম আলোচনার সূত্রপাত ঘটে। এ বিষয়ে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় রসিকতা করে সোশ্যাল মিডিয়ায় টুইটারে একটি ব্যাঙ্গাত্মক টুইট করেন। যেখানে তিনি লেখেন, ” মুখ ফসকে সত্যি কথাটা বেরিয়ে গিয়েছে। অমানবিক মুখ্যমন্ত্রী। আমি একটুও আশ্চর্য হইনি যে এটা পোস্ট করা ভিডিওতে রয়ে গিয়েছে। কারণ যাঁরা এটা শুট করেছে তারাও ‘অমানবিক মুখ্যমন্ত্রী’ দিদির অমানবিক তৃণমূলী দুষ্কর্মে এতটাই লিপ্ত যে ভুল করে ‘বেরিয়ে’ যাওয়া এই সত্যটা ওরা ধরতেই পারেনি।”

সোশ্যাল মিডিয়া টুইটারে বাবুল সুপ্রিয়র এই ব্যাঙ্গাত্মক টুইট লক্ষ্য করে তাঁর বিরুদ্ধে বিরুদ্ধে তোপধ্বনি নির্গত করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাবুল সুপ্রিয়কে এ বিষয়ে রীতিমতো আইনি নোটিশ পাঠান তিনি। এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, ‘অমানবিক’ শব্দটি তিনি কখনোই ব্যবহার করেননি। তাঁকে ও মুখ্যমন্ত্রীকে অপমান করার উদেশ্য নিয়েই এই শব্দটি ব্যবহার করেছেন বাবুল সুপ্রিয়। এর ফলে চরম অপমানিত বোধ করছেন তিনি। তাই দ্রুততার সঙ্গে এই শব্দটি তাঁর পোস্ট থেকে ডিলিট করে তাঁকে ক্ষমা প্রার্থনার দাবি জানালেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আইনি নোটিশ পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ফেসবুকে একটি পোস্ট করলেন বাবুল সুপ্রিয়। যে ফেসবুক পোস্টে বাবুল সুপ্রিয়কে বলতে শোনা গেল, ” একজন বাংলার বাড়ন্ত বাচ্চা আমাকে প্রেমপত্র পাঠিয়েছে। যা আইনজীবীদের লেখা। আমি নিশ্চিত এটা শিশুসুলভ ঔদ্ধত্য ছাড়া আর কিছুই না। কারণ আর যাই হোক এটা ভালবাসা হতে পারে না।” তাঁর এই পোস্টে বাবুল সুপ্রিয় আরও জানালেন, ” কারও নাম করিনি কিন্তু ঠাকুরঘরে কে? আমি তো কলা খাইনি। প্রতিক্রিয়া কিন্তু আসবেই।”

প্রসঙ্গত, বাবুল সুপ্রিয় তাঁর এই ফেসবুক পোস্টটি কার উদ্দেশ্যে করেছেন সে কথা তিনি উল্লেখ করেন নি। তবে রাজনৈতিক মহল মনে করছে যে, এই পোস্টটির মাধ্যমে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আসা আইনি নোটিসের প্রসঙ্গ তুলে তাঁকেই পরোক্ষভাবে কটাক্ষ করেছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!