এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অভিষেকের নামে শুভেন্দু অধিকারীর কটাক্ষের মোক্ষম জবাব তৃণমূল সাংসদের

অভিষেকের নামে শুভেন্দু অধিকারীর কটাক্ষের মোক্ষম জবাব তৃণমূল সাংসদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বারুইপুরে জনসভা করলেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, সায়ন্তন বসু প্রমুখরা। এই সভা থেকে শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে করা তাঁর কটাক্ষের জবাব দিলেন দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়।

প্রসঙ্গত, বিজেপিতে যোগদানের পর থেকেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। আজও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে। তিনি জানিয়েছেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন রানী মৌমাছি। যিনি সব মধু খেয়ে গেছেন, আর তাঁরা হলেন শ্রমিক মৌমাছি। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে তিনি কটাক্ষ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলার বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন যে, গরু পাচার ও কয়লা পাচার কান্ডতে অভিযুক্ত লালার টাকা ব্যাংককের একাউন্টে জমা পড়তো। এ বিষয়ে তিনি কাগজও দেখিয়েছেন। এরপর তিনি প্রশ্ন করেছেন যে, এরপরেও কি তাঁকে বলতে হবে যে, তোলাবাজ ভাইপো কে? তিনি অভিযোগ করেন, গরু পাচার ও কয়লা পাচারের সমস্ত টাকা ব্যাংককের ব্যাংকে রয়েছে। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন যে, এটা হলো ট্রেলার, সিনেমা এখনও বাকি আছে।

এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর একাধিক কটাক্ষের জবাব দিলেন দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি জানালেন যে, শুভেন্দু অধিকারী একজন ফালতু লোক। তিনি একজন বিশ্বাসঘাতক, গদ্দার। তাঁর কথার জবাব দিয়ে, তিনি তাঁকে গরিমা দিতে চান না। তিনি এখন বিজেপিতে গেছেন, তিনি একটু বেশি বলবেনই। কিন্তু এখন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোন অভিযোগের প্রমান তিনি দিতে পারেননি। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিতেও তিনি সাহস করছেন না। তাঁর বক্তৃতাকে তিনি উপেক্ষা করছেন। তাঁকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই বলে জানালেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!