এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিষেকের উপরে হামলার প্রতিবাদে বিজেপির পার্টিঅফিসে ভাঙচুর, দুজন বিজেপি কর্মীকে হত্যার অভিযোগ

অভিষেকের উপরে হামলার প্রতিবাদে বিজেপির পার্টিঅফিসে ভাঙচুর, দুজন বিজেপি কর্মীকে হত্যার অভিযোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত সোমবার ত্রিপুরা সফরে গিয়ে বিজেপি কর্মীদের প্রবল বিক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয়া হয়েছিল। ভাঙচুর চালানো হয়েছিল তাঁর গাড়িতে। এর ভিডিও পোস্ট করেছিলেন তিনি সোশ্যাল মিডিয়াতে। এরপর জলপাইগুড়িতে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর, পার্টি অফিসের সামনে অমিত শাহ ও বিপ্লব দেবের কুশপুতুল পোড়ানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আবার দুজন বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। তবে, তৃণমূল বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, গত সোমবার সন্ধ্যা বেলায় জলপাইগুড়িতে বিজেপির পার্টি অফিসের সামনে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের প্রবল বিক্ষোভ জানাতে দেখা যায়। এরপর, গতকাল সকালে জলপাইগুড়িতে বিজেপি পার্টি অফিসের সামনে বিপ্লব দেব ও অমিত শাহের কুশপুতুল পোড়ানো হয়। সেই সঙ্গে প্রবল ভাঙচুর করা হয়েছে বিজেপির পার্টি অফিসে। তবে ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তৃণমূল গুন্ডাদের দল। এটা ক্রিমিনালদের দল। দলের গুন্ডারা ভাংচুর করবে, এরমধ্যে নতুন কিছু নেই। এটাই তৃণমূলের কালচার। অন্যদিকে, বীরভূম ও পূর্ব মেদিনীপুরে বিজেপির দুজন কর্মীকে খুন করা হয়েছে বলেও, অভিযোগ করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের এগরা ও বীরভূমের খয়রাশোলে দুজন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। একজন বিজেপি কর্মীর মৃতদেহ পাওয়া গেছে একটি পরিত্যক্ত বাড়িতে। অপর বিজেপি কর্মীর মৃতদেহ পাওয়া গেছে পুকুরের জলে। দুজনের মৃত্যুর ঘটনা নিয়ে তদন্তের কাজ শুরু করেছে পুলিশ।

তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, দুজন বিজেপি কর্মীই আত্মহত্যা করেছেন। এদিকে ত্রিপুরার ঘটনার পর কোচবিহারের দিনহাটার এক তৃণমূল কংগ্রেস নেতা সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন যে, আগরতলায় যা ঘটেছে, তার ঠিক ঠাক ব্যবস্থা নেয়া হবে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, এর দ্বারা বিজেপিকে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে। এরপরই দুজন বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে। এ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন যে, যখন কোন বিজেপি কর্মীকে খুন করা হয়, তখনই তৃণমূল আত্মহত্যার যুক্তি দিয়ে থাকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!