এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ‘ভাইপো’ নয়, এবার অভিষেককে নতুন নাম দিলেন দিলীপ , জেনে নিন

‘ভাইপো’ নয়, এবার অভিষেককে নতুন নাম দিলেন দিলীপ , জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এতদিন দিলীপ ঘোষের মুখে মুখ্যমন্ত্রীকে ‘দিদিমণি’ আর অভিষেক ব্যানার্জীকে ‘ভাইপো’ বলেই সন্মোধন করতে দেখা গিয়েছিল। কিন্তু সম্প্রতি দিলীপ ঘোষের কটাক্ষ বানে রাহুল গান্ধী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন নাম পেলেন বলেই জানা গেছে। সম্প্রতি মোহনপুরে নাম না করেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গাঁধীর তুলনা করেছেন বলেই জানা গেছে।

তৃণমূলকে ‘কাটমানির দল’ বলে উল্লেখ করে এদিন দিলীপ ঘোষ দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘‘আপনাকে জিজ্ঞাসা করলে বলবেন কাটমানি কে খায়? ভাইপো। কয়লা, বালি, আমপানের টাকা কে খায়? ভাইপো।’’ আর সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ‘‘একজন খোকাবাবু দিল্লিতে আছে তার কেউ নাম নেয় না। আগামী মে মাসের পরে এই খোকাবাবুরও কেউ নাম নেবে না।’’

শুধু তাই নয়, সেইসঙ্গে ধানের সহায়ক মূল্য থেকেও তৃণমূল কাটমানি নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সেইসঙ্গে তৃণমূল নেতাদের দলত্যাগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘দিদির ভাইরা সব চলে যাবে বলছে। দ্বন্দ্ব শুরু হয়েছে। আর এতে কালীঘাটের ওই চালাঘরটা ভাঙল বলে। টালি খসে খসে পড়ছে।’’

এদিন নিজের কর্মসূচিতে দাঁতন হাসপাতালের সামনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সরকার কর্মসূচিকে ‘দুয়ারে দুয়ারে চাল চোর’, ‘যমের দুয়ারে সরকার’ পৌঁছেছে বলেও কটাক্ষ করতে দেখা গেছে তাঁকে। সেইসঙ্গে রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তিনি বলেন, কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ পশ্চিমবঙ্গে কার্যকর হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, ‘‘কোথাও এই কার্ডের সুবিধা পাওয়া যাচ্ছে না। এবারে দিদির কার্ড চলবে না, দাদার কার্ড চলবে।’’ সেইসঙ্গে বিধানসভা নির্বাচনে পরিবর্তনের পর যে সব পুলিশ তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, তাদের কোমরে দড়ি বেঁধে টেনে আনার হুমকিও দিতে দেখা গেছে তাঁকে।

বিধানসভায় জয়ের পরে দুর্নীতিগ্রস্ত নেতাদেরও জেলে পাঠানো থেকে গ্রামছাড়া করার হুমকিও দেন তিনি। অন্যদিকে, দিলীপ ঘোষের বক্তব্যকে ‘আবোল-তাবোল’ বলে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির দাবি করেছেন। তাঁর কথায়, ‘‘ওর মাথা খেপে গিয়েছে। ঝড় এলে পিঁপড়েরা টের পায়।”

সেইসঙ্গে দিলীপ ঘোষকে পিঁপড়ের জাত বলে তিনি বলেন, ২০২১ সালে ওরা ধ্বংস হবে। তাই ওরা আবোল তাবোল বকে মানুষের দৃষ্টি ও মত ঘোরাতে চাইছে। প্রসঙ্গত উল্লেখ্য, এ দিন মোহনপুর ও দাঁতনে একাধিক কর্মসূচি করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। সেখানে প্রথমে চা চক্র, দলীয় কার্যালয় উদ্বোধন করেন তিনি।

পরে র‌্যালিতে, কয়েকটি জায়গায় বক্তব্যও রাখেন। এ দিন মোহনপুরের রামপুরা, নয়াগাঁ, বোড়াই, গোমুণ্ডা, ধুইপাড়ার পর দাঁতনের বরঙ্গি, আঁইকোলা, পলাশিতে গৃহ সম্পর্ক অভিযান করেন তিনি। এরপর বলভদ্রপুরে দাঁতন দক্ষিণ মণ্ডলের দলীয় কার্যালয় উদ্বোধন করে হুডখোলা গাড়িতে চেপে শোভাযাত্রা করেন দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!