এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতাকে প্রধানমন্ত্রী করার শপথ নিলেন এবার তৃনমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়

মমতাকে প্রধানমন্ত্রী করার শপথ নিলেন এবার তৃনমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়


বর্তমানে তাঁর হাতেই তৃনমূলের রাশ তুলে দিচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গত মঙ্গলবার তৃনমূল নেতৃত্ব স্পষ্টও করে জানিয়েও দিয়েছে যে,ভবিষ্যতে দলের নেতৃত্ব দেবেন বর্তমান সর্বভারতীয় তৃনমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।কিন্তু দলনত্রী মমতা কেই যে প্রধানমন্ত্রীর আসনে দেখতে চায় তোপসিয়া ভবন বুধবার নিজের বক্তব্যে তা জানিয়ে দিলেন তৃনমূলের যুব সভাপতি।
পেট্টোপন্যের মূল্যবৃদ্ধিতে তৃনমূল যুবর তরফে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এক বিশাল মিছিল বের করা হয় এদিন।কোলকাতার এইটবি বাসষ্ট্যান্ড থেকে শুরু হওয়া এই মিছিল শেষ হয় হাজরা মোড়ে।মিছিলশশেষে তৃনমূলের যুবরাজ বলেন,”দিল্লীর বুক থেকে বিজেপি সরকারকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2019 এ কেন্দ্রে সরকার গড়তে হবে।আর আজ থেকেই সেই শপথই নিতে হবে আমাদের।
এদিনের সভার জনসমাগম দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,”আজকে যত মানুষ পা মিলিয়েছেন এই মিছিলে তা 21 জুলাইয়ের থেকে কম কিছু নয়।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত উল্লেখ্য,1993 সালের 21 শে জুলাইয়ে সচিত্র ভোটারকার্ডের দাবিতে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাম সরকারের বিরুদ্ধে এক আন্দোলন করেন।সেই আন্দোলনে বাম সরকারের নির্দেশে পুলিশি গুলিচালনায় মৃত্যু হয় 13 জন কংগ্রেস কর্মীর।পরবর্তীতে ওই ঘটনাকে স্মরন করে প্রতিবছর ধর্মতলায় 21 শে জুলাই কে শহীদ দিবসি হিসাবে পালন করে তৃনমূল।
দিন সেই ঘটনারও উল্লেখ করেন অভিষেক ব্যানার্জী।সাথে সাথে নেত্রী যেভাবে বাম সরকারের বিরুদ্ধে মৃত্যুঘন্টা বাজিয়েছিলেন,ঠিক একইভাবে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একটি গ্যাস সিলিন্ডারের রেপ্লিকা দেখিয়ে বিজেপির পতনের ঘন্টা বাজান তৃনমূলের যুব সভাপতি।এমনকী তৃনমূলের বিজেপি বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল যে জেলায় জেলায় ও হবে এদিন সেই নির্দেশেও কর্মীদের বেধে দেন দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃনমূলের অনেকে মনে করছেন,দিন দিন আরও পরিনত রাজনীতিবিদ হয়ে উঠছেন অভিষেক ব্যানার্জী।বাম সরকারকে যেভাবে উৎখাত করেছিলেন মমতা ঠিক সেইভাবেই কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রেখে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধানমন্ত্রীর আসনে দেখতে চান তৃনমূলের এই সেকেন্ড ইন কমান্ড।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!