এখন পড়ছেন
হোম > জাতীয় > অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠালো আদালত, অস্বস্তিতে শাসক দল!

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠালো আদালত, অস্বস্তিতে শাসক দল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দ্বিতীয় দফার নির্বাচন যখন চলছে, যখন প্রচারে ব্যস্ত সকলে, ঠিক তখনই প্রবল অস্বস্তিতে পড়লেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে বিজেপি’র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র পুত্র আকাশ বিজয়বর্গীয়র মানহানির মামলায় এবার অভিষেকবাবুকে সমন পাঠালো মধ্যপ্রদেশের ভোপালের আদালত। যে ঘটনায় ব্যাপক অস্বস্তিতে পড়ে গেল তৃণমূল কংগ্রেস বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বাংলার বিধানসভা নির্বাচনের মধ্যে তৃণমূলের অলিখিত সেকেন্ড-ইন-কমান্ডকে এই ধরনের সমন পাঠানোতে ঘাসফুল শিবির যে অনেকটাই বিড়ম্বনার মুখে পড়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি ভোটের ময়দানে এই বিষয়কে হাতিয়ার করে বিরোধীদের পক্ষ থেকে তৃনমূলকে আরও চাপে রাখা হতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, মধ্যপ্রদেশের বিধায়ক আকাশ বিজয়বর্গীয়কে একটি জনসভা থেকে “গুন্ডা” বলে আক্রমণ করেছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তাকে বলতে শোনা গিয়েছিল, “আমি তো নাম করে বলছি, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। আমি তো নাম করে বলছি, কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিক।” আর এর পরেই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেন আকাশ বিজয়বর্গীয়। আর এবার ভোটের মুখে তাকে মধ্যপ্রদেশের ভোপাল আদালতের পক্ষ থেকে সমন পাঠিয়ে দেওয়া হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আদালতের পক্ষ থেকে আগামী পয়লা মে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন এই প্রসঙ্গে আকাশ বিজয়বর্গীয় আইনজীবী শ্রেয়রাজ সেক্সেনা বলেন, “সাক্ষী এবং অভিযোগকারীর বয়ান রেকর্ডের পর মুখ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করেছেন বিচারবিভাগীয় বিচারক।”

বিশ্লেষকরা বলছেন, এমনিতেই রাজ্যে বিজেপির চাপে কোণঠাসা হতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আর তার মধ্যেই বিজেপি নেতা আকাশ বিজয়বর্গীয়কে “গুন্ডা” বলার কারণে আদালতের পক্ষ থেকে সমন পাওয়ায় রীতিমত চাপে পড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার ফলে আগামীদিনে এই গোটা পরিস্থিতির মোকাবিলা তিনি কিভাবে করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!