এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > “উন্নয়নের মন্ত্রেই” জোর অভিষেক ব্যানার্জীর, ভোটের মুখে জঙ্গলমহলের খেলোয়াড়দের “সিভিক” চাকরি

“উন্নয়নের মন্ত্রেই” জোর অভিষেক ব্যানার্জীর, ভোটের মুখে জঙ্গলমহলের খেলোয়াড়দের “সিভিক” চাকরি


লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন জনমোহিনী হতে দেখা যাচ্ছে রাজ্যের তৃণমূল সরকারকে। আর এবার বুধবার রঘুনাথপুর মহকুমা স্টেডিয়ামে জঙ্গলমহল ও সৈকত কাপের পুরস্কার বিতরণী সভায় উপস্থিত হয়ে সেই নিজেদের জনমোহিনী রূপের কথাই তুলে ধরার চেষ্টা করলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তিরাম মাহাতো, সন্ধ্যারানী টুডু, জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়ার সাংসদ মৃগাঙ্ক মাহাতো, বাঁকুড়ার সাংসদ মুনমুন সেন, বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি, উমাপদ বাউরী, স্বপন বেলথড়িয়া, পুরুলিয়ার পুলিশ সুপার আকাশ মাঘারিয়া, জেলাশাসক রাহুল মজুমদার, রঘুনাথপুরের মহকুমা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর সহ অন্যান্যরা।

জানা যায়, এদিনের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরুষ ও মহিলা জঙ্গলমহল ও সৈকত কাপের উভয় বিভাগের জয়ী ফুটবল, ক্রিকেট, সুইমিং ও ছৌ নাচ প্রতিযোগিতায় জয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি দুস্থ, প্রতিভাবান 35 জন যুবক যুবতীর হাতে সিভিক ভলান্টিয়ারের নিয়োগপত্রও তুলে দেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে বিগত বাম আমলে জঙ্গলমহলে অনুন্নয়ন প্রসঙ্গেও এদিন মুখ খুলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিগত 34 বছরে এই জঙ্গলমহলের দিকে কেউ ফিরে তাকায়নি। সন্ধ্যা হলেই এখানকার মানুষ গোলা-বারুদের শব্দ শুনতে পেত। কিন্তু 2011 সাল থেকে এখানে উন্নয়ন শুরু হয়েছে। এখন আর মাওবাদীদের উপদ্রব এখানে হয় না।”

অন্যদিকে গেরুয়া শিবিরের উদ্দেশ্যেও কটাক্ষ ছুড়ে দিয়ে বিজেপি শাসিত ঝাড়খন্ডে মাওবাদী উপদ্রবের কথা উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ঝাড়খন্ডে কয়েকদিন আগে মাওবাদীরা এক আইপিএস অফিসারকে খুন করেছে, অসমে বিজেপির বিধায়ককে হাইজ্যাক করা হয়েছে। তাই সেইসব রাজ্যে কতটা উন্নয়ন হচ্ছে তা বোঝাই যাচ্ছে। আর এখন সেখানকার নেতারা পশ্চিমবঙ্গে উন্নয়নের কথা বলতে আসছেন।”

এদিকে বিরোধীদের কটাক্ষ করার পাশাপাশি জঙ্গলমহলের মানুষের পাশে রাজ্যের বর্তমান তৃণমূল সরকার সবসময় রয়েছে বলেও এদিন জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে একদিকে জঙ্গলমহলে এসে রাজ্যের বর্তমান তৃণমূল সরকারের উন্নয়নের স্বরূপ সকলের সামনে তুলে ধরা এবং অন্যদিকে বিগত বাম আমল এবং দেশের যে সমস্ত রাজ্যে বিজেপি রয়েছে সেখানে মাওবাদী উপদ্রবের কথা তুলে ধরে ঘাসফুল শিবিরের ভোটব্যাংক বাড়ানোর চেষ্টা করলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড তথা ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!