এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির দিকে আঙুল তুলে অভিষেক ব্যানার্জি জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস পরিবারতন্ত্রে বিশ্বাস করে না

বিজেপির দিকে আঙুল তুলে অভিষেক ব্যানার্জি জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস পরিবারতন্ত্রে বিশ্বাস করে না


রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অঘোষিত নম্বর টু হিসেবেই পরিচিত যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের “ভাইপো” বলে পরিচিত এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিনকে দিন উত্থান নিয়ে পরিবার তন্ত্রের অভিযোগ তুলছে বিরোধীরা।

এমনকি সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার সাংসদ সৌমিত্র খাঁও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন। এমনকি দলের অন্দরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান নিয়ে খুশি নন অনেকেই।

নিন্দুকদের একাংশ বলেন, কংগ্রেসের ভেতরে যে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে কংগ্রেস ত্যাগ করেছিলেন বর্তমান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই তৃণমূলের ভেতরেও তিনি তাঁর ভাইপোকে জায়গা করে দেওয়ায় কি সেই পরিবারতন্ত্রই অটুট থাকছে না? আর বিরোধীদের এই সমস্ত কটাক্ষের জবাব এবার নিজেই দিলেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, রবিবার হাজরা মোড়ে আগামী 19 শে জানুয়ারি দলের ব্রিগেড সমাবেশের সমর্থনে এক প্রচার সভায় উপস্থিত হয়ে সেই নিন্দুকদের একহাত নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূল কংগ্রেস কখনও পরিবারতন্ত্রে বিশ্বাস করে না। দল যোগ্যতা বিচার করে। যে যেখানে উপযুক্ত তাকে সেইখানেই নিয়োগ করে। আর এই ব্যাপারে আমরা কাউকে কোনো কৈফিয়ৎ দেব না। আমরা একমাত্র মানুষের কাছেই পরীক্ষা দিতে প্রস্তুত।”

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই যে নিজের দলের পরবর্তী রাশ ধরবেন এদিন সেই কথা তুলে ধরেন এই সভায় উপস্থিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত বক্সি, রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম, তাপস রায়, নির্মল মাজি, বৈশ্বানর চট্টোপাধ্যায়রা।

এদিন ফিরহাদ হাকিম বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এই রাজ্যে বহন করবে আগামী প্রজন্ম। আর আগামী প্রজন্মের নেতাই হলেন অভিষেক।” অন্যদিকে একধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আলোকবর্তিকা হিসেবে আখ্যা দেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। এদিকে এদিনের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সভায় গেরুয়া শিবিরের বিরুদ্ধে ফের কটাক্ষ শানান তৃণমূলের যুব সভাপতি।

কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না বলেও এদিন জানিয়ে দেন তিনি। এদিন তিনি বলেন, “ভোট তো আর সিবিআই করাতে আসবে না। ভোটের জন্য সংগঠন ও সমর্থন প্রয়োজন। বছরের সব সময় রাজ্যবাসীর সাথে থাকে তৃণমূল কংগ্রেস। তাই সকলে এবার তৃণমূলকেই সমর্থন করবে।”

পাশাপাশি এদিনের হাজরা মোড়ের সভায় রেকর্ড সংখ্যক মানুষ দেখে উজ্জীবিত হন তৃণমূলের সর্বভারতীয় যুব সভাপতি। মঞ্চে উপস্থিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত বক্সিকে উদ্দেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনি নেত্রীকে আশ্বস্ত করতে পারেন যে কলকাতার মানুষই ব্রিগেড ভরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।”

সব মিলিয়ে আগামী 19 শে জানুয়ারি দলের ব্রিগেড সমাবেশের সমর্থনে প্রচার সভায় বিজেপির তোলা পরিবারতন্ত্রের অভিযোগের বিরুদ্ধে সরব হয়ে সেই বিজেপিকেই পাল্টা পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দিলেন তৃণমূলের যুবরাজ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!