এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মাত্র ২৪ ঘণ্টার নোটিসে যে মিছিল হয়েছে, বোঝা যায় কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত: অভিষেক

মাত্র ২৪ ঘণ্টার নোটিসে যে মিছিল হয়েছে, বোঝা যায় কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত: অভিষেক


বাম-কংগ্রেসের ডাকা ধর্মঘটকে সমর্থন না করেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে পথে নেমেছিল তৃণমূল। মৌলালি মোড় থেকে ধর্মতলা অব্দি মিছিলে মানুষের সমাগম দেখে আপ্লুত তৃণমূল শীর্ষ নেতৃত্বরা। কেন্দ্র বিরোধী শ্লোগান তুলে মিছিলে হাঁটার পরে ধর্মতলার সভামঞ্চে মোদীসরকারের অার্থিক এবং ধর্মীয় বিভাজন নীতির সমালোচনায় মুখর হন অভিষেক বন্দ্যোপাধ্যায়-ফিরহাদ হাকিমেরা।

এছাড়াও মেয়র শোভন চট্টোপাধ্যায়,বিধায়ক স্মিতা বক্সি,কাউন্সিলার সন্দীপন সাহা প্রমুখরাও নিজেদের বক্তব্য পেশ করেন। সভা পরিচালনার দায়িত্বে ছিলেন তাপস রায়। সভাপতির স্থানে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।  সভা শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহের কুশপুতুল দাহও করেন তৃণমূল কর্মীরা।

মাত্র ২৪ ঘন্টার নোটিশে তৃণমূলের ডাকা কেন্দ্রবিরোধী প্রতিবাদ মিছিলে মানুষের ঢল দেখে বুঝতে আর বাকি নেই যে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করতে সর্বদা প্রস্তুত তৃণমূল। এমনটাই মনে করেছেন তৃণমূলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে মোদীজির বিরুদ্ধে গর্জে উঠে তিনি বললেন,ধর্মীয় বিভাজন সৃষ্টি করছে কেন্দ্রীয় সরকার। খেটে খাওয়া সাধারণ মানুষের ধর্মীয় পরিচয় নিয়ে রাজনীতি করছে তাঁরা। এর পাশাপাশি মাথাচাড়া দিয়ে উঠেছে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি। দেশেকে রক্ষা করতে হলে বিজেপিসরকারকে কেন্দ্র থেকে সরাতেই হবে। এমনটাই দাবী করলেন যুব নেতা।

অন্যদিকে,মোদী সরকারকে আগামী লোকসভা ভোটে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে দলকে প্রস্তুত থাকতে বললেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও। বললেন, এতোদিন আচ্ছে দিনের মিথ্যে স্বপ্ন দেখিয়ে এসেছেন মোদীজি। কটাক্ষের সুর টেনে বললেন, ‘তাঁর ৫৬ ইঞ্চি এখন ২৩ ইঞ্চি হয়ে গিয়েছে।’ মানুষ মোদীজির ছলচাতুরি বুঝে ফেলেছে, এখন আর দেশবাসীকে মূর্খ বানিয়ে রাখা সম্ভব নয়। একথা বলেই তিনি প্রসঙ্গে টানলেন তৃণমূল কংগ্রেসকে। বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে ভরসা রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।

উল্লেখ্য,সারা দেশ যখন বাম-কংগ্রেসের ডাকা ১২ ঘন্টার ধর্মঘটে অচল হয়ে পড়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় ছিল সচলতার ছবি। পার্থবাবু বললেন,মানুষের জন্য মানুষের হয়ে আবারও পথে নামবে মা-মাটি-মানুষের সরকার। মানুষেকে ভরসা রাখতে হবে তৃণমূলের উপর। আর সদা প্রস্তুত থাকতে হবে যুদ্ধক্ষেত্রের সৈনিকের মতো। লোকসভা ভোটকে টার্গেট করেই তিনি বললেন,যুদ্ধের আর বেশি বাকি নেই। নেত্রী হয়তো হঠাৎ করেই যুদ্ধো নামার নির্দেশ দেবেন। তখনই নেমে পড়তে হবে। তাই সবসময় তৈরি থাকার পরামর্শ দিলেন তৃণমূল মহাসচিব।  

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিনের সভামঞ্চ থেকে সুব্রত বক্সি একইরকম বার্তা দিলেন দলীয় সমর্থকদের উদ্দেশ্যে। বললেন,’৪৮ ঘন্টা নয়,পরিস্থিতি যেদিকে এগোচ্ছে,৪৮ মিনিটেও রাস্তায় নামতে হতে পারে।’ এভাবেই সহযোদ্ধাদের মানসিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!