এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোট জিততে নয়া পদক্ষেপ অভিষেকের, ভোটারদের কাছে প্রচারে নতুনত্বের স্বাদ

ভোট জিততে নয়া পদক্ষেপ অভিষেকের, ভোটারদের কাছে প্রচারে নতুনত্বের স্বাদ


মাথার উপর প্রখর রৌদ্র। আর তারই মাঝে শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত গোটা আকাশ বাতাস। দূর থেকে এই আওয়াজ শুনে কৌতূহল সৃষ্টি হলে অনেকেই বলছেন, ভাইফোঁটা উৎসব শুরু হয়েছে। কিন্তু কিসের ফোঁটা? এখন তো সে সময় নয়। সমস্ত জল্পনা-কল্পনাকে নিভৃত করতে কিছুটা কাছে গিয়েই দেখা গেল ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে ফোটা দিয়ে ধান, দূর্বা দিয়ে আশীর্বাদ করে লাড্ডু ছুঁইয়ে তা সাধারণের মধ্যে বিতরণ করছেন স্থানীয় তৃনমূলের কর্মী-সমর্থকরা।

কিন্তু হঠাৎ এই ধরনের উদ্যোগ কেন সূত্রের খবর, এদিন বজবজ 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাতগাছিয়া বিধানসভার পাড়ায় পাড়ায় ও রাস্তার মোড়ে দলীয় প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে তাকে ভাইফোঁটা দিয়ে তার শুভ কামনার জন্য এই অকাল ভাইফোটার আয়োজন করা হয়েছিল।

যার প্রথম এবং প্রধান উদ্দেশ্যই ছিল, সাধারণ মানুষের কাছে আরও বেশি পরিমাণে পৌঁছে যাওয়া বলে জানাচ্ছেন তৃনমূলের কর্মী-সমর্থকরা। অন্যদিন পথ চলতি সাধারণ মানুষ এবং বিরোধী দল সিপিএম বিজেপি ও কংগ্রেসের অনেক কর্মীদেরও লাড্ডু খাওয়ায় তৃণমূল। কিন্তু এহেন অভিনব উদ্যোগ কেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বজবজ 2 নম্বর ব্লক যুব তৃনমূলের কার্যকরী সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি এখানে সাম্প্রদায়িক বিষ ও অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাই সমস্ত ধর্মের মানুষকে নিয়ে আমরা অকাল ভাইফোটার আয়োজন করে প্রচারে বেরোচ্ছি।”

অন্যদিকে ভাইয়ের মঙ্গল কামনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপালে তিলক দিয়ে সাধারণ মানুষের কাছে মিষ্টি বিতরন করে আমরা ফের অভিষেকবাবুকে সাংসদ হিসেবে পাওয়ার জন্যই এহেন উদ্যোগ নিলাম বলে জানান স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি রীতা মিত্র। সব মিলিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে যখন বিভিন্ন জায়গায় শাসক-বিরোধী তরজা অব্যাহত, ঠিক তখনই কিছুটা ব্যতিক্রমী ভাবেই নিজেদের দলীয় প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেতাতে অভিনব প্রচারে বজবজ 2 নম্বর ব্লকের যুব তৃণমূলের কর্মীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!