এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহেই এবার খোদ অমিত শাহকে চূড়ান্ত চ্যালেঞ্জ অভিষেক ব্যানার্জির! সরগরম রাজনৈতিক মহল

করোনা আবহেই এবার খোদ অমিত শাহকে চূড়ান্ত চ্যালেঞ্জ অভিষেক ব্যানার্জির! সরগরম রাজনৈতিক মহল

করোনা ভয়াবহতার মধ্যে রাজ্য বনাম কেন্দ্রের তরজা যে এই আকার ধারণ করবে, তা সত্যিই স্বপ্নেও কল্পনা করতে পারেননি কেউ। প্রথমদিকে করোনা মহামারীকে আটকাতে সকলে হাতে হাত ধরে একসাথে পথ চলবেন বলে মনে করা হয়েছিল। কিন্তু যতদিন যেতে শুরু করেছে, ততই বাংলার রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের সরকারের দ্বৈরথ ক্রমশ প্রকাশ্য আসছে। বিভিন্ন বিষয়ে মতানৈক্য থেকে শুরু করে সম্প্রতি একটি বিষয় নিয়ে রাজ্যকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি রীতিমত সাড়া ফেলে দিয়েছিল বিভিন্ন মহলে।

যেখানে গত শুক্রবার সন্ধ্যার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি পাঠান। যেখানে তিনি লেখেন, “ভিন রাজ্যে আটকে পড়া বাংলার শ্রমিকরা ঘরে ফিরতে চাইছে। তাদের সাহায্য করুক রাজ্য সরকার। না হলে তাদের প্রতি ভীষণ রকম অবিচার করা হবে।” অর্থাৎ অমিত শাহ রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যাপারে সদর্থক পদক্ষেপ নিচ্ছে না বলে বুঝিয়ে দেন। আর এরপরই রীতিমতো শোরগোল পড়ে যায়।

অনেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হতে শুরু করেন। আর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই চিঠি নিয়ে পাল্টা অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে বসলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার ফলে করোনা পরিস্থিতির মধ্যে কার্যত উত্তপ্ত হয়ে উঠল বঙ্গ রাজনীতি। সূত্রের খবর, এদিন টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে চ্যালেঞ্জ করে লেখেন, “হয় এই মিথ্যা অভিযোগ প্রমাণ প্রমান করুন স্বরাষ্ট্রমন্ত্রী। নয় মানুষের সামনে ক্ষমা চান।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর পাশাপাশিই বিস্ফোরক অভিযোগ করে অভিষেক ব্যানার্জি জানান, “একজন স্বরাষ্ট্রমন্ত্রী সংকটের সময় তার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। কয়েক সপ্তাহের নীরবতা ভেঙে এখন তিনি বুলি আওড়াচ্ছেন। একগুচ্ছ মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করছেন। অবাক করার মত ব্যপার হল, যাদের স্রেফ ভাগ্যের হাতে, তাঁর সরকার ছেড়ে দিয়েছে, এখন তাদের হয়ে কথা বলছেন অমিত শাহ।”

আর প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিযায়ী শ্রমিক নিয়ে রাজ্য সরকারের অবস্থান প্রসঙ্গে ব্যাখ্যা করলে, এদিন সেই ব্যাপারে পাল্টা অমিত শাহকে যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে কেন্দ্র বনাম রাজ্যের তরজা এখন চরম আকার ধারণ করতে পারে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অনেকে বলছেন, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার – দুই জায়গা থেকে দুই রকম তথ্য সামনে আসছে, যাতে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। কোনটি যে প্রকৃত সত্য তা নিয়ে ক্রমশই বাড়ছে জল্পনা।

তবে গোটা ব্যাপারে করোনার মত ভয়াবহ পরিস্থিতিতে যেভাবে রাজনীতি লক্ষ্য করা যাচ্ছে, তাতে বাংলার মানুষ এখন রীতিমত হতাশ। ইতিমধ্যেই রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের মধ্যে বিভিন্ন বিষয়ে চাপানউতোর ক্রমশ বাড়িয়েছে রাজনৈতিক উষ্ণতা। ফলে গোটা বিষয়টি এখন কোথায় গিয়ে দাঁড়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এই ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পর কেন্দ্রের পক্ষ থেকে কোনো বক্তব্য প্রদান করা হয় কিনা, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!