এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আসছে ২১ শে জুলাই, বড় দায়িত্ত্বে অভিষেক, অন্তরালে থেকেও পরিকল্পনা রচনা

আসছে ২১ শে জুলাই, বড় দায়িত্ত্বে অভিষেক, অন্তরালে থেকেও পরিকল্পনা রচনা


চোখে আঘাতের কারণে বেশ কিছুদিন হল চিকিৎসকের পরামর্শে কার্যত গৃহবন্দি হয়ে রয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু আর কদিন পরই তো তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ২১ শে জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় কর্মসূচি শহীদ দিবস। আর সেই উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ধর্মতলার সমাবেশের উদ্দেশ্যে আসেন বিপুলসংখ্যক মানুষ। আর স্বাভাবিকভাবেই সেই তৃনমূল যুব কংগ্রেসের উদ্যোগে হওয়া এই অনুষ্ঠানে প্রধান ভূমিকা যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চিকিৎসাগত কারণে কার্যত গৃহবন্দী থাকায় কিভাবে তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিশাল সভাকে সাফল্যমন্ডিত করবেন – এই প্রশ্ন যখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে ঠিক তখনই তিনি প্রমান করে দিলেন বয়সে নবীন হতে পারেন কিন্তু ইতিমধ্যেই তিনি দক্ষ সংগঠক হয়ে উঠেছেন। প্রায় একমাস পর্দার আড়ালে থেকে সবকিছু নিখুঁত পরিকল্পনা মত সাজিয়ে গতকাল মিলন মেলা প্রাঙ্গণে দলীয় কর্মী-সমর্থকদের জন্য শহীদ দিবস উপলক্ষে থাকার জায়গা পরিদর্শনে স্বয়ং হাজির হলেন তিনি।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সেখান থেকে ফিরে সোজা তপসিয়ার তৃণমূল ভবনে গিয়ে একুশে জুলাই প্রস্তুতি হিসেবে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন স্বমহিমায়। প্রসঙ্গত, মাত্র কদিন আগেই তৃণমূল কংগ্রেসের বর্ধিত কোর কমিটির সভায় চোখের এই জটিল সমস্যার জন্য উপস্থিত থাকতে পারেননি এই মুহূর্তে তৃণমূল জনতার নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি তাঁর চোখের অবস্থা নিয়ে রীতিমত শঙ্কা প্রকাশ করেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূল সূত্রের খবর, দীর্ঘদিন বাড়িতে থাকলেও সেখানে বসেই নিয়মিত যুব সংগঠনের কাজকর্ম তদারকি করেছেন তিনি, কিভাবে এবারের সমাবেশকে আগের সব বছরের থেকে ছাপিয়ে যাওয়া যায় তার নীল-নকশা তৈরী করেছেন একক দক্ষতায় নিজের কোর টিমকে নিয়ে। এদিকে তৃনমূলের তরফে ইতিমধ্যেই একুশে জুলাইকে কেন্দ্র করে জেলায় জেলায় শুরু হয়ে গেছে চূড়ান্ত প্রস্তুতি। সমস্ত পোস্টার-ব্যানার পাঠিয়ে দেওয়া হয়েছে জেলাগুলিতে। নেত্রীর ছবি ছাড়া ফ্লেক্সে যে অন্য কারোর ছবি ব্যবহার করা যাবে না তাও জেলার নেতাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে নেতৃত্ত্বের তরফে। আর তার সাথেই ঘাসফুল সমর্থকদের জন্য এবার খুশির খবর এই যে তাঁদের সেনাপতি এবার একদম সামনে থেকে দাঁড়িয়ে শহীদ দিবসের রজত জয়ন্তীকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!