এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সবং প্রচারে অভিষেক ব্যানার্জী, তীব্র আক্রমন মুকুল রায়কে

সবং প্রচারে অভিষেক ব্যানার্জী, তীব্র আক্রমন মুকুল রায়কে


এবার সবংয়ের মাটিতে পা পড়ল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, দলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সবং বিধানসভার চাঁদকুড়িতে তৃণমূল প্রার্থী গীতারানি ভুঁইয়ার সমর্থনে সভা করেন তিনি। সেখানে প্রথমেই পার্থ চট্টোপাধ্যায় তীব্র ভাষায় আক্রমন করেন বিজেপি ও বিজেপি নেতা মুকুল রায়কে। নাম না করে পার্থবাবু বলেন, এখানে এসে শুনলাম এই বিধানসভার কোথায় নাকি ‘চাটনি দাদু’ ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু যতই ঘুরে বেড়াক পদ্মফুল কোথায়, একটা কুঁড়িও ফোটাতে পারবেন না।
এরপর পার্থ চট্টোপাধ্যায়ের সুর ধরেই আক্রমনের তীব্রতা বাড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পার্থদা ভাল নাম দিয়েছেন, ‘চাটনি দাদু’। মানস ভুঁইয়ার দলবদল নিয়ে কথা বলছেন। ২০১৬ সালের সেপ্টেম্বরে যখন মানস ভুঁইয়া কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন, সে দিন তিনিও বাবু সেজে মানসবাবুর হাত ধরে উপস্থিত ছিলেন। তাই তাঁর মুখে এ সব কথা মানায় না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, বাংলার বুকে আগামী দিনে নোয়াপাড়া ও উলুবেড়িয়া বিধানসভা উপ-নির্বাচন হচ্ছে। যদি একটি আসনেও লড়াই করে তুমি জয়ী হতে পার তবে আমি মানুষের কাছে ভোট চাইতে যাব না, মিটিং-মিছিল করব না। বিধায়ক পদ ওঁর জন্য অনেক বড় হয়ে যাচ্ছে, ৪৮ হাজার গ্রাম পঞ্চায়েতের যে কোনও পঞ্চায়েতে লড়ে জয়ী হয়ে দেখান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!