এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অভিষেক ব্যানার্জি চিটিংবাজ! রাজনীতির কিছুই বোঝেন না! ঝড় তুলে দিলেন মমতার প্রাক্তন সৈনিক!

অভিষেক ব্যানার্জি চিটিংবাজ! রাজনীতির কিছুই বোঝেন না! ঝড় তুলে দিলেন মমতার প্রাক্তন সৈনিক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এক কালে তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট যুবনেতা। তবে কালের নিয়মে তিনি এখন বিজেপির হেভিওয়েট সাংসদ। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেছে বিষ্ণুপুরের বর্তমান বিজেপি সাংসদ তথা বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁকে।

সম্প্রতি বিজেপির সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন তিনি। আর দায়িত্ব পাওয়ার পর থেকেই ময়দানে নেমে পুলিশ প্রশাসন থেকে শুরু করে তৃণমূলের নেতা নেত্রীদের উদ্দেশ্যে কড়া ভাষায় হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে এই বিজেপি নেতাকে। আর এবার তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়ে তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘চিটিংবাজ’ বলে কটাক্ষ করলেন সৌমিত্র খাঁ। যাকে কেন্দ্র করে এখন বঙ্গ রাজনীতিতে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সৌমিত্র খাঁ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন টালির ঘরে, আর ভাইপো থাকেন কোটি কোটি টাকার ঘরে। উনি একটা চিটিংবাজ। রাজনীতির উনি কিছু বোঝেন না। ভাইপো সিন্ডিকেট তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি ওভারলোড গাড়িতে বাড়তি 6100 টাকা করে দিতে হয়।” আর তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের বিরুদ্ধে প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি সাংসদের এই মন্তব্য আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে অনেকটাই বেকায়দায় ফেলে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় আক্রমণ করেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, “কলকাতাকে লণ্ডন বনাতে গিয়ে উনি লন্ঠন তৈরি করে দিয়েছেন। উনি এখন সকাল-দুপুর-বিকেল টাকার স্বপ্ন দেখেন। ওনার আর মানুষের কাজ করার কোনো মানসিকতা নেই।” এদিকে এদিন কলকাতা পৌরসভার প্রশাসক ফিরহাদ হাকিমককেও ব্যর্থ বলে দাবি করেন এই বিজেপি নেতা।

পাশাপাশি 2021 এর বিধানসভা নির্বাচন যে তাদের কাছে পাখির চোখ এবং তারা যে ক্ষমতায় আসবে, সেই ব্যাপারে আত্মপ্রত্যয়ের সুর শোনা যায় সৌমিত্র খাঁয়ের গলায়। তার দাবি, দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি পশ্চিমবঙ্গে 200 টিরও বেশি আসন পাবে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই লকডাউন পরিস্থিতি শিথিল হওয়ার পরবর্তীকালে বিজেপির নতুন রাজ্য কমিটি গঠন হয়েছে।

আর তারপরেই নতুন পদ পাওয়ার সাথে সাথেই তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়ে ময়দানে নেমে পড়েছেন সৌমিত্র খাঁ। এবার যেভাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূল যুবর সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে “চিটিংবাজ” বলে মন্তব্য করলেন তাতে চরম বিতর্ক তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন সৌমিত্র খাঁয়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!