এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > ‘গোরুই ২০১৯ সালে BJP-র মুখে গোবর লেপে দেবে’ – বিজেপিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

‘গোরুই ২০১৯ সালে BJP-র মুখে গোবর লেপে দেবে’ – বিজেপিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের


ফের প্রকাশ্য জনসভার মঞ্চ থেকে চাঁচাছোলা ভাষায় বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।” যে গোরুকে ধরে BJP ক্ষমতায় এসেছিল সেই গোরুই ২০১৯ সালে BJP-র মুখে গোবর লেপে দেবে।”এমনটা বলেই গেরুয়াশিবিরকে কটাক্ষ করলেন অভিষেক। প্রসঙ্গত,বছর ঘুরলেই তৃণমূলের ব্রিগেড সমাবেশ। জেলাস্তরে ১৯ জানুয়ারির সেই বৃহত্তর সমাবেশের প্রস্তুতি শুরু হয়েছে অনেক দিন আগেই। পূর্ব বর্ধমানের গলসিতে সেই প্রস্তুতি সভা করতেই এদিন গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বিজেপির বিরুদ্ধে বিষোদগার করেন তিনি।

অভিষেক বলেন,বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে। আর সেজন্যে মানুষের কোনো মূল্য নেই বিজেপির কাছে। সম্প্রতি উত্তরপ্রদেশের গোহত্যাকান্ডের জেরে গনপিটুনিতে পুলিশ অফিসারের মৃত্যুর প্রসঙ্গ তুলে বিজেপিকে বেঁধেন অভিষেক। বলেন,আজ গোরুকে বাঁচাতে গিয়ে পুলিশ অফিসারকে প্রাণ দিতে হচ্ছে। এরপর হিন্দুত্বের প্রসঙ্গ তুলেও বিজেপিকে আক্রমণ করেন তিনি৷

বলেন,”গোরক্ষপুরে ৮০ জন শিশু অক্সিজেনের অভাবে মারা গেছে,তারা প্রত্যেকেই হিন্দু। মোদী সরকারের আমলে মধ্যপ্রদেশের আট জন হিন্দু কৃষককে গুলি করা হয়েছে।বাংলার উন্নয়নের নামে নরেন্দ্র মোদি সরকার দশ পয়সাও দেয়নি। অথচ রামকে বিক্রি করে আর গোরুর নামে রাজনীতি করে গত চার বছরে ভারতের উন্নয়ন করতে পারুক আর না পারুক দিল্লির বুকে ১২০০ কোটি টাকা খরচ করে সেভেন স্টার পার্টি অফিস তৈরি করেছে।”

প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে তুলনায় টেনে তিনি বলেন, তৃণমূল বাংলার বুকে মা মাটি মানুষের সরকার গঠন করেছে। মানুষের হিতে কাজ করার জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতায় এসেছেন৷ তৃণমূল বিজেপির মতো কখনোই বিভেদের রাজনীতি করে না ৷ ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে না। গোরু নিয়ে রাজনীতি করে না।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর ফের বিজেপির বিরুদ্ধে কটাক্ষের সুর চড়া করে তিনি গর্জে উঠে বলেন,”যে গোরু ২০১৪ সালে এদের দুধ দিয়েছিল ২০১৯ সালে দেখবেন গোবর লেপে দেবে। গোরুই এদের উঠিয়েছিল গোরুই এদের ডোবাবে। মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভাতে এদের দিল্লি ছাড়া করবেন।” অর্থাৎ ২০১৯ এর লোকসভা ভোটে বিজেপির যে পতন অনিবার্য সেটাই জনসভা থেকে বোঝাতে চাইলেন তিনি। ২০১৪ সালের নির্বাচনে ভুরি ভুরি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই যে মোদী কেন্দ্রের ক্ষমতায় এসেছিলেন সেটাও বক্তব্যে বোঝালেন অভিষেক।

প্রসঙ্গত, এদিন গলসি উচ্চ বিদ্যালয়ের মাঠে পূর্ব ও পশ্চিম বর্ধমান দুই জেলার তৃণমূল কর্মী এবং সমর্থকদের নিয়ে জনসভার আয়োজন করে জেলা তৃণমূল নেতৃত্ব। সেখানেই উপস্থিত ছিলেন তৃণমূলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই মঞ্চে হাজির ছিলেন মন্ত্রী মলয় ঘটক, স্বপন দেবনাথ, অসীমা পাত্রসহ অন্যান্য সাংসদ ও বিধায়করা। অভিষেক বক্তব্য রাখতে মঞ্চে উঠেই একের পর এক ইস্যু তুলে বিজেপিকে আক্রমণ করেন এদিন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!