এখন পড়ছেন
হোম > রাজ্য > ১৪ মে হাতে কালি আর ১৭ মে মুখে কালি – দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

১৪ মে হাতে কালি আর ১৭ মে মুখে কালি – দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের


প্রাক পঞ্চায়েত নির্বাচনীর শেষ মুহূর্তের দলীয় প্রচারকার্য চলছে এখন । এদিন বাঁকুড়ার সিমলাপালের বিক্রমপুরে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করলেন তৃণমূলের যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা তাঁর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে দ্বিতীয় দফার বাঁকুড়া জেলা সফর। এদিনের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাঁতরা, বিদায়ী সভাধিপতি অরূপ চক্রবর্তী, সাংসদ সৌমিত্র খাঁ-সহ জেলা নেতৃত্ব।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রচার মঞ্চ থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধীদের এক হাত দিয়ে বললেন, “সিপিএম, কংগ্রেস, বিজেপি-সহ বিরোধীরা যেন নিজেদের ভোটটা নিজেরা দিতে পারে। ওরা ১৪ তারিখ ভোট দিয়ে আঙুলে কালি লাগাবে। আর ১৭ তারিখ মানুষ ওদের মুখে কালি মাখাবেন।” তিনি এদিন রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে বললেন, ভোটের লড়াই গণতান্ত্রিক পথেই হচ্ছে। বাঁকুড়া জেলা পরিষদের ৩১টি আসনে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস জিতে গিয়েছে। বাকি আসনগুলিতেও তৃণমূলকে জিতিয়ে বিরোধীশূন্য করার আর্জি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সাথে বিরোধীদের কড়া সমালোচনা করে বলেন,”ভোটের বাজারে অনেক ফুল দেখতে পাবেন। তবে জানবেন ঘাসের উপর জোড়া ফুলই আসল ফুল।” এলাকার সাধারণ মানুষকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের , জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রয়াসকে সফল করার জন্যে আবেদন জানান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!