এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > নেতাজির উক্তির সাথে মুখ্যমন্ত্রীর তুলনা করে তৃণমূলের প্রচার সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নেতাজির উক্তির সাথে মুখ্যমন্ত্রীর তুলনা করে তৃণমূলের প্রচার সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়


নেতাজির উক্তির সাথে মুখ্যমন্ত্রীর তুলনা করে তৃণমূলের প্রচার সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন পূর্ব বর্ধমানের কাটোয়াতে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী সুনীল মণ্ডল ও মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী মানস ভুঁইয়ার সমর্থনে সমর্থনে দুটি আলাদা জনসভা করেন। আর এই দুটি জনসভা থেকেই তিনি বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানান।

এদিন কাটোয়ার জনসভা থেকে দাবি করেন যে, কেন্দ্র যতই ইডি, সিআইডির ভয় দেখাক না কেন তাতে কিছু কাজ হবে না। কেননা বাংলা কোনো দিন বশ্যতা স্বীকার করে নি।নেত্রী কোনোদিন কারোর কাছে মাথা নোয়ান্নই আর নোয়াবেন না। এই রাজ্যে ৪২টি আসনের ৪২টিতে জিতে কেন্দ্রে সরকার গড়বে তৃণমূল। আর এই নিয়েই তিনি নেতাজির সাথে মুখ্যমন্ত্রীর তুলনা টেনে বলেন যে, ” নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, আর মমতা বলেছেন তোমরা আমাকে ৪২ দাও আমি তোমাদের সোনার ভারত দেব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাথেই এদিন তিনি দাবি করেন যে, “যারা ধর্মের নামে মাথায় ফেট্টি বেঁধে রাজনীতি করে, সেই দলের কাছে উন্নয়নের বাণী শেখার দরকার নেই। যারা রাজনৈতিক ভাবে লড়াই করতে পারছে না, তারাই ধর্মের নামে রাজনীতি করে দেশকে টুকরো টুকরো করতে চাইছে। ওরা বলছে জয় শ্রীরাম আর আমরা বলছি ২৩ মের পর বিজেপির থাকবে না কোন নাম।”

সাতেই এদিন তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করো দাবি করেন যে, “আগে উনি চা বিক্রি করতেন, তখন হাতে থাকত কেটলি, এখন দেশ বিক্রি করছেন পাশে আছেন জেটলি।” তিনি আরও বলেন, চৌকিদার এখন চোর হয়ে সর্বস্ব লুট করছেন। তুমি যত চুরি করবে ততবার চৌকিদারকে চোর বলব। প্রধানমন্ত্রীর পদ একটা সাম্মানিক পদ, সেটা চৌকিদারের না, কেউ যদি সেখানে বসে চুরি করে তাহলে তাকে কী বলব?”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!